আগামীকাল থেকে নিষিদ্ধ হচ্ছে না প্লাস্টিক

Spread the love

সিঙ্গল ইউজ প্লাস্টিকে ২ অক্টোবর থেকে নিষেধাজ্ঞা আনছে না কেন্দ্র, সোমবার স্পষ্ট করে একথা জানিয়ে দিলো পরিবেশ মন্ত্রক। প্লাস্টিক ব্যবহারের বিরুদ্ধে সাধারণ মানুষকে একত্রিত করার প্রস্তাব দেওয়া হয়েছে বলে জানিয়েছেন পরিবেশ সচিব সি কে মিশ্র। তিনি আরও জানিয়েছেন, প্লাস্টিক ব্যবহারের বিকল্প খোঁজার চেষ্টা করছি আমরা। ইতিমধ্যে প্লাস্টিকের বিকল্প হিসেবে পরিবেশ বান্ধব অন্যান্য পদার্থ নিয়ে গবেষণা শুরু হয়েছে। স্বচ্ছ ভারত অভিযানের অংশ হিসেবে গ্রাম, গ্রাম পঞ্চায়েত, এবং পুরসভা থেকে প্লাস্টিক বর্জ্য সংগ্রহ করে এক জায়গায় জড়ো করা হবে। এর আসল উদ্দেশ্য হল প্লাস্টিক জড়ো করে তার পুনঃব্যবহার করা।

প্লাস্টিক ওয়েস্ট ম্যানেজমেন্ট রুলস, ২০১৬ অনুযায়ী সমস্ত প্লাস্টিক প্রস্তুতকারককে সম পরিমাণ প্লাস্টিক বর্জ্য সংগ্রহ করে দেওয়াটাই নিয়ম।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*