কলকাতা হাইকোর্টে ধাক্কা খেয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। ডিভিশন বেঞ্চ শর্তসাপেক্ষে আগাম জামিন দিয়েছে রাজীব কুমারকে। আর আদালতের এই রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে যাওয়ার প্রস্তুতি শুরু করে দিলো সিবিআই। নিজাম প্যালেস সূত্রে খবর, এ বিষয়ে সিবিআই-এর আইনজীবী ওয়াই জে দস্তুরের সঙ্গে পরামর্শ করছেন তদন্তকারীরা। খুব শীঘ্রই সেই আপিল করা হবে বলে সিবিআই সূত্রে খবর।
নিম্ন আদালতে একের পর এক ধাক্কা। রাজীব কুমারের আগাম জামিন না মঞ্জুর করেছিল আলিপুর আদালত। তারপর কলকাতা হাইকোর্টে বিচারপতি শহিদুল্লা মুন্সি এবং বিচারপতি শুভাশিস দাশগুপ্তের ডিভিশন বেঞ্চে আপিল করেন রাজীব কুমারের স্ত্রী। কয়েকদিন ধরে সেই শুনানি চলার পর মঙ্গলবার দুই বিচারপতি এই রায় দান করেন। সেখানে রাজীব কুমারের আগাম জামিন মঞ্জুর করা হয়। তবে বেশ কয়েকটি শর্ত দিয়েছে আদালত। কলকাতার বাইরে যেতে পারবেন না রাজীব। হাইকোর্ট সূত্রে খবর এটাই। দু’জন জামিনদার সহ ৫০ হাজার টাকা বন্ডে আগাম জামিন মঞ্জুর করা হয় রাজীবের। তবে এই রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে যাওয়ার সুযোগ রয়েছে সিবিআই-এর।
কলকাতা হাইকোর্ট মনে করেছে, হেফাজতে নিয়ে রাজীব কুমারকে জিজ্ঞাসাবাদের প্রয়োজন নেই। যদিও সিবিআই মনে করছে তাঁকে হেপাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের প্রয়োজন রয়েছে। সিবিআই-এর আইনজীবী নিম্ন আদালত থেকে শুরু করে হাইকোর্ট সর্বত্রই এই দাবি জানিয়ে এসেছেন। তদন্তকারীরা চাইছেন তেমনই। আর তাই সুপ্রিম কোর্টে যাওয়ার প্রস্তুতি চলছে সিবিআই-এর পক্ষ থেকে। আদালতের রায়ের কপি হাতে আসার পরেই তা পাঠানো হবে দিল্লিতে।
সূত্র মারফৎ জানা যাচ্ছে, ইতিমধ্যেই হাইকোর্টের রায়ের বিষয়টি দিল্লিতে সিবিআই-এর সদর দফতরে জানানো হয়েছে। দিল্লির সবুজ সংকেতের পরেই দস্তুরের কাছে আইনি পরামর্শ নেওয়া হচ্ছে বলে সিবিআই সূত্রে খবর।
Be the first to comment