১৯ ডিসেম্বর IPL-এর নিলাম বসছে কলকাতায়

Spread the love

কলকাতায় প্রথমবার বসতে চলছে IPL-এর নিলাম। ২০২০ সালের IPL-এর জন্য ১৯ ডিসেম্বর নিলাম হবে কলকাতায়। ভারতীয় ক্রিকেট বোর্ড নিলামের জন্য বেঙ্গালুরুর পরিবর্তে নতুন শহরের খোঁজে ছিল। শেষ পর্যন্ত কলকাতাতেই ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের নিলাম করার সিদ্ধান্ত নিয়েছে BCCI। আট দলের কাছে দল গড়ার জন্য বাড়তি তিন কোটি টাকা খরচের অনুমতি দেওয়া হয়েছে। IPL ২০২০ সালের নিলাম ছোটো আকারে হবে। কারণ ২০২১ সাল থেকে নতুন দল নিয়ে আরও বৃহত্তর আকারে হবে IPL। এর আগে ২০১৮ সালে IPL-এর নিলাম বৃহত্তর আকারে করা হয়েছিল। সেবার অংশগ্রহণকারী দলগুলো পাঁচজন ক্রিকেটারকে রেখে নতুন দল গড়ার অনুমতি পেয়েছিল।

ইতিমধ্যেই ফ্রাঞ্চাইজিগুলিকে জানানো হয়েছে, ১৪ নভেম্বর ট্রেডিং উইন্ডো বন্ধ হবে। ২০২০ সালের জন্য ৮৫ কোটি টাকা ফ্রাঞ্চাইজিরা ব্যয় করতে পারত। তাদের অতিরিক্ত তিন কোটি টাকা ব্যয় করার অনুমতি দেওয়া হচ্ছে। ফলে তারা ৮৮ কোটি টাকা ব্যয় করতে পারবে।

এই নিয়মে সবচেয়ে বেশি লাভবান হবে দিল্লি ক্যাপিটালস। কারণ তাদের হাতে ৮.২ কোটি টাকা রয়েছে । রাজস্থান রয়্যালসের কাছে রয়েছে 7.15 কোটি টাকা । কলকাতা নাইট রাইডার্স, সানরাইজ়ার্স হায়দরাবাদ, কিংস ইলেভেন পঞ্জাব, চেন্নাই সুপার কিংসের কাছে রয়েছে যথাক্রমে 6.05 কোটি টাকা, 5.3 কোটি টাকা, 3.7 কোটি টাকা ও 3. 2 কোটি টাকা । গতবারের চ্যাম্পিয়ন মুম্বই ইন্ডিয়ান্সের কাছে রয়েছে 3.5 কোটি টাকা এবং রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের কাছে রয়েছে 1.8 কোটি টাকা।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*