বিহারে বন্যা পরিস্থিতির আরও অবনতি, মৃত ৪০

Spread the love

বিহারে বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। সরকারি হিসাব অনুযায়ী এখনও পর্যন্ত রাজ্যে বন্যায় মৃতের সংখ্যা ৪০। গত তিনদিনের ভারী বৃষ্টিতে জলমগ্ন পটনা সহ রাজ্যের বিভিন্ন এলাকা। বৃষ্টিতে পটনার বিভিন্ন এলাকায় এখনও বুক সমান জল। চরম দুর্ভোগে পড়েছে সাধারণ মানুষ। শহরের বিভিন্ন এলাকায় পাম্প চালিয়ে জল সরানোর কাজ শুরু হয়েছে। তবে এখনও পরিস্থিতি স্বাভাবিক হয়নি।

প্রশাসন সূত্রে জানা গেছে, পরিস্থিতি স্বাভাবিক করতে ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফোর্সের (NDRF) তিনটি টিম কাজ করছে। শহরের সমস্ত স্কুল ও কলেজ মঙ্গলবার পর্যন্ত বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। এদিকে ভারী বৃষ্টিতে শহরের একাধিক বাড়িতে জল ঢুকে গেছে। বাড়ি ছেড়ে অনেকেই এখন অন্যত্র আশ্রয় নিয়েছেন। কয়েকটি এলাকায় গাছ ভেঙে পড়ে যান চলাচল বন্ধ হয়ে গেছে। শহরের অনেক জায়গায় বিদ্যুৎ নেই। প্রশাসন জানিয়েছে, দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা চলছে। দুর্গতদের খাবার ও পানীয় জল সরবরাহ করা হচ্ছে।

উল্লেখ্য, গত কয়েকদিনের ভারী বৃষ্টিতে পটনা সহ বিহারের অনেক এলাকা জলমগ্ন। রাজ্যে দুর্গতদের উদ্ধার করার জন্য ২২টি NDRF টিম নামানো হয়েছে। এছাড়া উদ্ধার কার্যে বায়ুসেনার দুটি হেলিকপ্টারকেও ব্যবহার করা হচ্ছে। ন্যাশনাল ক্রাইসিস ম্যানেজমেন্ট কমিটি রাজ্যে বন্যার পরিস্থিতি খতিয়ে দেখতে বৈঠক করেছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*