পশ্চিমবঙ্গ ও ৩৭০ ধারার একটি বিশেষ যোগ রয়েছেঃ অমিত শাহ

Spread the love

৩৭০ ধারা নিয়ে আবার সরব হলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ। মঙ্গলবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের অনুষ্ঠান মঞ্চ থেকে অমিত শাহ বলেন, পশ্চিমবঙ্গ ও ৩৭০ ধারার সঙ্গে একটি বিশেষ যোগ রয়েছে ৷ কারণ এই মাটির সন্তান শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ই স্লোগান তুলেছিলেন, এক লক্ষ্য, এক নীতি ও এক প্রধান ৷

৫ অগাস্ট জম্মু ও কাশ্মীর থেকে প্রত্যাহার করা হয় ৩৭০ ধারা ৷ এরপর বিরোধীরা এই ইস্যুতে সরব হন ৷ কেন্দ্রকে আক্রমণ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। বলেন, পুরো বিষয়টাই দেখেছি। গণতান্ত্রিক পদ্ধতিতে কোনও কাজ করা হয়নি। বিলের মেরিট নিয়ে আমি কোনও কথা বলছি না। কিন্তু, যে ভাবে ৩৭০ ধারা তুলে দেওয়া হল তা ঠিক হয়নি। বিস্ফোরক মন্তব্য করেছিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। বলেছিলেন, ভারতে ফের পুলওয়ামা হবে ৷

মঙ্গলবার আবার সেই ইস্যুতেই শ্যামাপ্রসাদ মুখার্জির প্রসঙ্গ তুলে আনেন অমিত শাহ। বিজেপির সর্বভারতীয় সভাপতি বলেন, তারা বলে বিজেপি বাইরের দল। বাংলার সঙ্গে কোনও যোগাযোগ নেই। কিন্তু দেশভাগের সময় যখন বাংলা পাকিস্তানে চলে যাচ্ছিল তখন বাংলাকে ধরে রাখেন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়। তিনি স্লোগান তুলেছিলেন – এক লক্ষ্য, এক নীতি ও এক প্রধান ৷ অর্থাৎ একই দেশে দু’ধরনের আইন, দু’জন প্রধানমন্ত্রী এবং দুটি জাতীয় প্রতীক হতে পারে না। ৩৭০ ধারা প্রত্যাহারের মাধ্যমে কাশ্মীরকে আমরা দেশের অবিচ্ছেদ্য অঙ্গে পরিণত করেছি। এটাই ছিলো শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের প্রতি নরেন্দ্র মোদীর শ্রদ্ধার্ঘ্য।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*