সল্টলেকের বিজে ব্লকের পুজোর উদ্বোধন করলেন অমিত শাহ; দেখুন ভিডিও!

Spread the love

স্বরাষ্ট্রমন্ত্রী তথা বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ মঙ্গলবার সল্টলেকের বিজে ব্লকের পুজো উদ্বোধন করলেন। ছিলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ, কেন্দ্রীয় সম্পাদক কৈলাস বিজয়বর্গীয়, রাহুল সিনহা, সব্যসাচী দত্ত। উদ্বোধনের সময় আশপাশ থেকে কয়েকজন হঠাৎ করেই ‘জয়শ্রীরাম’ স্লোগান দিতে শুরু করেন। অস্বস্তিতে পড়ে জিভ কেটে বিষয়টা ম্যানেজ করার চেষ্টা করেন সব্যসাচী দত্ত।

কড়া নিরাপত্তার ঘেরাটোপে অমিত শাহ এই পুজোর উদ্বোধন করতে আসেন। পুজো কমিটির দাবি ছিল, বিজেপির সর্বভারতীয় সভাপতি হিসেবে নয়, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী হিসাবে অমিত শাহ এই পুজো উদ্বোধন করুন। আর সেই মতো সল্টলেক-বিধাননগরের বিজেপি কর্মী সমর্থকদেরও এই পুজোয় আসার আমন্ত্রণ জানানো হয়নি ৷ বরং না আসার জন্য আবেদন জানানো হয়েছিল ৷

বিজেপির রাজ্য কমিটির সদস্য ও বিজে ব্লক শারদ উৎসব কমিটির সভাপতি উমা শংকর ঘোষদস্তিদার বলেন, “খুব সুন্দর ভাবেই আমাদের সকলের প্রিয় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এই পুজো উদ্বোধন করলেন। এলাকার মানুষের মধ্যেই খুবই উদ্দীপনাও দেখা গেছে।

আর উদ্বোধন করে ফেরার পথে গাড়ি থেকে নেমে পড়লেন রাস্তায়। সূত্রের খবর, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্বে থাকা নিরাপত্তাকর্মীদের আপত্তি সত্ত্বে উনি রাস্তায় নেমে আসেন। তাঁর সঙ্গে এদিন ছিলেন বিজেপির সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা রাজ্যে বিজেপির দায়িত্বপ্রাপ্ত নেতা কৈলাশ বিজয়বর্গীয়। রাস্তায় নেমে জনতার দিকে কিছুটা এগিয়ে যান তিনি। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে দেখেই তাঁর কাছে আসার চেষ্টা করেন রাস্তার দুপাশে দাঁড়িয়ে থাকা বহু মানুষ। কিন্তু নিরাপত্তাবেষ্টনী থাকা তা আসা সম্ভব হয়নি। কিন্তু সাধারণ মানুষকে নিরাশ করেননি বিজেপির সর্বভারতীয় সভাপতি। তাঁদের উদ্দেশ্যে হাত নাড়েন। কথাও বলেন।

রাস্তার দুধারে দাঁড়নো অগনিত মানুষের উদ্দেশ্যে অমিত শাহ বলেন, খুব ভালো করে পুজো কাটান এবং উৎসবে সামিল হন। বলেন, বাধাই হো…। তবে মাত্র কয়েক মিনিটি উনি রাস্তায় হেঁটেছেন। এরপরে দ্রুত রাস্তার অপর প্রান্তে যেখানে তাঁর গাড়ি দাঁড়িয়েছিল, সেখানে গিয়ে গাড়িতে উঠে পড়েন।

দেখুন ভিডিও!

https://www.facebook.com/BJP4Bengal/videos/2712982722065744/?t=0
https://www.facebook.com/BJP4Bengal/videos/686634281820543/?t=1

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*