২ ফেব্রুয়ারি রাজ্য জয়েন্ট প্রবেশিকা পরীক্ষা

Spread the love

এগিয়ে আনা হচ্ছে ২০২০ সালের রাজ্য জয়েন্ট প্রবেশিকা পরীক্ষা। মঙ্গলবার একথা জানালেন রাজ্য জয়েন্ট প্রবেশিকা পরীক্ষা বোর্ডের চেয়ারম্যান মলয়েন্দু সাহা।

উল্লেখ্য, বেশ কিছুদিন ধরেই রাজ‍্য জয়েন্ট প্রবেশিকা পরীক্ষা এগিয়ে আনার বিষয়ে আলোচনা চলছিল। আজ পরীক্ষা এগিয়ে আনার বিষয়টি ঘোষণা করলেন মলয়েন্দু সাহা। এই পরীক্ষা প্রথম ১৯ এপ্রিল করার কথা ভাবা হয়েছিলো। পরে রাজ্যের পড়ুয়াদের রাজ্যে ধরে রাখতে পরীক্ষা এগিয়ে নিয়ে আসার সিদ্ধান্ত হয়। মলয়েন্দু সাহা জানান, আগামী বছরের ২ ফেব্রুয়ারি হবে রাজ্য জয়েন্ট প্রবেশিকা পরীক্ষা।

মলয়েন্দু সাহা বলেন, ১৯ এপ্রিল ২০২০-তে জয়েন্ট পরীক্ষা নেওয়ার কথা ছিল। কিন্তু তা বদল হয়েছে কয়েকটি কারণে। যাতে বেশি সংখ্যক ছাত্র-ছাত্রী পরীক্ষা দিতে পারেন। তাঁরা যাতে আরও বেশি পরিমাণে ভরতি হতে পারেন সেই কারণে পরীক্ষার তারিখ ২ ফেব্রুয়ারি (রবিবার) করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আমরা শিক্ষা দপ্তর ও সংশ্লিষ্ট সব দপ্তরের কাছ থেকে সবরকম সাহায্য পেয়েছি। আমাদের মনে হয় আমরা ওই দিন পরীক্ষা নিতে পারব। তিনি আরও বলেন, বেশ কয়েকবছর ধরে দেখা যাচ্ছে বিভিন্ন ইঞ্জিনিয়ারিং প্রতিষ্ঠানে ছাত্র-ছাত্রীর সংখ্যা কম। আমরা এবার একটা পরীক্ষা করে দেখার চেষ্টা করছি ৷ সর্বভারতীয় প্রতিষ্ঠান, বেসরকারি প্রতিষ্ঠানগুলিতে ছাত্র-ছাত্রীরা আগে চলে যাচ্ছে। তবে আমরা যদি ফেব্রুয়ারি মাসে পরীক্ষা নিতে পারি আমাদের মনে হয় বেশ কিছু ছাত্র-ছাত্রীকে আমরা প্রলুব্ধ করতে পারবো। যাতে তাঁরা ইঞ্জিনিয়ারিং পরীক্ষায় বসতে পারেন। পরীক্ষার প্রস্তুতি ঠিকঠাকভাবে নিলে ফ্রেব্রুয়ারি মাস পরীক্ষার্থীদের জন্যও সুবিধাজনক হবে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*