রাজ্যে কোনও নিম্নচাপ বা ঘূর্ণাবর্ত নেই। তবে, রয়েছে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প। আর তার জেরে বৃহস্পতিবার সারাদিন কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে হতে পারে বৃষ্টি। পাশাপাশি উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা ও কলকাতায় রয়েছে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির পূর্বাভাস।
আবহাওয়া অফিস জানিয়েছে, নিম্নচাপ না থাকলেও প্রচুর পরিমাণে জলীয় বাষ্প রয়েছে। এই জলীয় বাষ্প থেকেই তৈরি হবে বজ্রগর্ভ মেঘ। আর তারপর তা থেকে হবে বৃষ্টি। ভারী বৃষ্টির সম্ভাবনা না থাকলেও রাজ্যজুড়ে বিক্ষিপ্তভাবে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। পশ্চিমের জেলাগুলিতে শুক্রবার থেকে বৃষ্টির পরিমাণ কিছুটা বাড়বে বলে খবর।
৭ ও ৮ তারিখ বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হতে পারে। এর ফলে কলকাতাসহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ বাড়ার সম্ভাবনা রয়েছে। আগামী ২৪ ঘণ্টায় কলকাতায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা ৩৪ ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা ২৬ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে। বুধবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৭.৭ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি। আর সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬.৩ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিক।
Be the first to comment