পুজোর সময় অ্যাপ নির্ভর ক্যাব পেতে যাত্রীদের যাতে কোনওরকম সমস্যা না হয় তাই ওয়েস্ট বেঙ্গল অনলাইন ক্যাব অপারেটরস গিল্ডের তরফে আগাম বুকিংয়ের ব্যবস্থা চালু করা হলো। সংস্থার সাধারণ সম্পাদক ইন্দ্রনীল বন্দ্যোপাধ্যায় বলেন, পুজোর সময় অ্যাপ নির্ভর ক্যাব পাওয়া খুব মুশকিল হয়ে পড়ে কিংবা বহুক্ষণ অপেক্ষা করতে হয়। তার উপর অত্যন্ত বেশি ভাড়া নিয়ে থাকে।
তাই পুজোর সময় সাধারণ মানুষ যাতে নির্বিঘ্নে যাতায়াত করতে পারেন তাই এ বছর থেকে এই ব্যবস্থাটি চালু করা হয়েছে। তিনি জানান, বুকিং নম্বরে ফোন করে ক্যাব আগাম বুক করা যাবে। এই পরিষেবার জন্য নির্দিষ্ট ভাড়াও বেঁধে দেওয়া হয়েছে ৷ পুজোয় ঘোরার জন্য শুক্রবার থেকে বুকিং শুরু হবে। বুক করার জন্য যোগাযোগ করতে হবে ৯৮৩০০৪১২৬ ও ৮৯১০০৭৯২১২ নম্বরগুলিতে। যাত্রীদের বাড়ি থেকে নিয়ে যাওয়া, পুজো দেখানো ও আবার বাড়িতে পৌঁছে দেওয়া সবটাই করা হবে। যাত্রীদের নিরাপত্তার দিকটা নজর রাখাও এদের দায়িত্ব।
Be the first to comment