বাংলা সাংস্কৃতিক ক্ষেত্রে দেশের মধ্যে সবার উপরে। দুর্গাপুজো নিয়ে বাংলা গর্ববোধ করে ৷ বাংলার শিল্পীদের তৈরি প্রতিমা, মণ্ডপ দেখে তিনি অভিভূত। বৃহস্পতিবার সোনারপুরে একাধিক পুজো মণ্ডপ উদ্বোধনে এসে একথা বলেন রাজ্যপাল জগদীপ ধনকড় ৷ একইসঙ্গে তিনি বার্তা দেন, সকলের সীমার মধ্যে থাকা উচিত। কেউ যাতে সীমা লঙ্ঘন না করে তা সকলের দেখা উচিত। সমস্ত রাজ্যবাসীর একত্রিত হয়ে সীমার মধ্যে থাকা উচিত। মা দুর্গার আশীর্বাদে তিনি এই কাজে সফল হবেন বলেও আশাপ্রকাশ করেছেন রাজ্যপাল। রাজ্যবাসীর উদ্দেশে বলেন, পুজো উপভোগ করুন ৷
সোনারপুর এলাকায় এম এন রায় রোড রাজপুর নবারুণ সংঘ, সোনারপুর সর্বজনীন ও জগদ্দল সর্বজনীন দুর্গা ও কালীপুজো কমিটির তিনটি পুজো উদ্বোধন করেন রাজ্যপাল। বৃষ্টির মধ্যেই পুজো উদ্ধোধন করেন। বৃষ্টি মা দুর্গার কৃপা বলে তিনি মন্তব্য করেন ৷ সন্তোষ মিত্র স্কয়্যারে ৫০ কেজি সোনা দিয়ে সোনার প্রতিমা দেখে তিনি অভিভূত রাজ্যপাল ৷ সেকথাও আজ জানান ৷
Be the first to comment