প্যারিসে পুলিশের সদর দপ্তরে ছুরি নিয়ে হামলা চালালো এক ব্যক্তি। এই ঘটনায় চার পুলিশ অফিসারের মৃত্য়ু হয়েছে। হামলাকারীকে লক্ষ্য করে গুলি চালায় পুলিশ। গুলিতে মারা যায় হামলাকারী। সূত্রের খবর, হামলাকারী নিজেও পুলিশকর্মী।
প্যারিস পুলিশের আধিকারিক ইভেস লেফেভরে বলেন, “আজ দুপুর ১টা নাগাদ হামলা চালায় দুষ্কৃতী। আমাদের চার সহকর্মীর মৃত্যু হয়েছে। তাঁদের মধ্যে দুজন মহিলা। হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
উল্লেখ্য, গতকালই ফ্রান্সে পুলিশকর্মীরা ধর্মঘট করেছিলেন। দেশজুড়ে পুলিশকর্মীদের উপর হামলার ঘটনা বৃদ্ধির প্রতিবাদে তাঁরা ধর্মঘটে যান। ধর্মঘটের পরদিনই এই হামলার ঘটনায় জল্পনা ছড়িয়েছে। ধর্মঘটের সঙ্গে এই হামলার কোনও যোগসূত্র রয়েছে কি না তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।
Be the first to comment