সপ্তমীর সকালেই শুরু হল বৃষ্টি ৷ কলকাতা সহ দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় বৃষ্টি শুরু হয়েছে। পুজোর সময় বৃষ্টির পূর্বাভাস আগেই দিয়েছিল আলিপুর আবহাওয়া দফতর ৷ তবে ষষ্ঠীতে শহরে বৃষ্টি হয়নি ৷ রাতভর মণ্ডপগুলিতে ভিড় ছিল ৷ শনিবার সকাল থেকে বিখ্যাত পুজো মণ্ডপগুলোয় বাড়ছিল ভিড় ৷ এমন সময় আকাশ কালো হয়ে আসে। শহর ও শহরতলি এলাকায় নামে বৃষ্টি ৷ এখন ছাতা মাথায় মানুষের ভিড় মণ্ডপে ৷
আলিপুর আবহাওয়া দপ্তর অধিকর্তা সঞ্জীব বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, পশ্চিম ঝাড়খণ্ডের উপর একটি ঘূর্ণাবাত রয়েছে ৷ বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয়বাষ্প ঢুকছে রাজ্যে। এই জলীয় বাষ্প থেকে বজ্রগর্ভ মেঘ তৈরি হয়ে বিক্ষিপ্তভাবে বৃষ্টি হবে। ৫ ও ৬ তারিখ অর্থাৎ শনিবার ও রবিবার দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে বৃষ্টি হবে। দীর্ঘক্ষণ স্থায়ী হবে না এই বৃষ্টি।
নবমী, দশমী অর্থাৎ অক্টোবরের ৭ এবং ৮ তারিখ বৃষ্টির পরিমাণ বাড়বে কলকাতাসহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই এমনই পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের। আগামী ২৪ ঘণ্টায় কলকাতা, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, বীরভূম, হাওড়া, হুগলি, নদিয়া সহ প্রায় সব জেলাতেই বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। মূলত হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে আগামী ২৪ ঘণ্টা।
Be the first to comment