মুম্বইয়ের আরে কলোনিতে গাছ কাটার প্রতিবাদ, পুলিশের লাঠিচার্জ

Spread the love

মুম্বইয়ের আরে কলোনিতে গাছ কাটার প্রতিবাদ ৷ শুক্রবার রাত থেকে আটক বেশ কয়েকজন প্রতিবাদী। প্রতিবাদীদের হটাতে লাঠিচার্জ করে পুলিশ। মুম্বইয়ের আরে কলোনিতে মেট্রো রেলের ৩টি কারশেড গড়ার সিদ্ধান্ত নিয়েছে মুম্বই মেট্রো কর্তৃপক্ষ। এর জন্য আরে কলোনিতে অবস্থিত বনাঞ্চল কেটে ফেলার সিদ্ধান্ত নেওয়া হয়।

এই খবর সামনে আসতেই প্রতিবাদের ঝড় ওঠে। আরে অরণ্য বাঁচাতে রাস্তায় নামে প্রতিবাদীরা। সোশাল মিডিয়ায় গাছ কাটার ভিডিয়ো পোস্ট করে জানানো হয় অবৈধ ভাবে গাছ কাটা হচ্ছে। বম্বে হাইকোর্টে দাখিল হয় পিটিশন ৷ শুক্রবার বম্বে হাইকোর্ট চারটি পিটিশন খারিজ করে দেয়। মিউনিসিপাল কর্পোরেশন অফ গ্রেটার মুম্বই (MCGM) এর আইন অনুযায়ী, আদালতের নির্দেশ কর্পোরেশনের ওয়েবসাইটে প্রকাশ করার ১৫ দিন পর গাছ কাটা যায়।

৪ অক্টোবর শুক্রবার সন্ধ্যায় MCGM এর ওয়েবসাইটে কোর্টের নির্দেশ প্রকাশিত হয়। সেই মত ১৯ অক্টোবর থেকে গাছ কাটা শুরু হওয়ার কথা ৷ কিন্তু শুক্রবার সন্ধ্যাবেলা থেকেই গাছ কাটা শুরু হয়। প্রতিবাদীরা জানিয়েছে, বম্বে হাইকোর্ট সপ্তাহের শেষে বন্ধ। এরপর দশেরার জন্যও আদালত বন্ধ থাকবে। ফলে কোর্টের আদেশকে চ্যালেঞ্জ করার জন্য সময় দরকার। আদালত না খুললে তা সম্ভব না। এদিকে শনিবার সকাল থেকে আরে কলোনিতে জারি হয়েছে ১৪৪ ধারা। মারোশি রোড হয়ে মারোল থেকে আরে কলোনিতে প্রবেশ বন্ধ করে দেওয়া হয়েছে ৷ মোতায়েন করে হয়েছে পুলিশ বাহিনী ৷

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*