যুদ্ধে শহিদ জওয়ানের নিকটাত্মীয়ের জন্য সাহায্য বেড়ে ৮ লাখ

Spread the love

দেশের জন্য প্রাণ দেন ওঁরা। পরিবার? পরিবারের কথা কেই বা ভাবে? মা-স্ত্রী-সন্তান সব ছেড়ে তাঁদের মননে বাস করে শুধুই দেশ। শহিদ হয়ে ফিরে আসে দেহ। কফিনে মোড়া। সঙ্গে তেরঙ্গা। আর তাতেই যেন পরম তৃপ্তি। তারপর আসে আশ্বাস, প্রতিশ্রুতি। পরিবারবর্গের পাশে দাঁড়ায় কত মানুষ! কয়েকদিন। দু’দিনের আশ্বাসের পর সবই যেন অন্ধকার। কেউ আর নেই পাশে। খোঁজ নেয় না কীভাবে চলছে সংসার। কীভাবে বাড়ির ছেলেকে স্বামীর মতোই বানানোর চেষ্টা করছেন এক জওয়ানের বিধবা স্ত্রী।

সরকারি সাহায্য আসে। মাত্র ২ লাখ টাকা। যুদ্ধে শহিদ জওয়ানদের নিকটাত্মীয়ের জন্য সাহায্য মাত্র ২ লাখ টাকা? প্রশ্নটা ভাবাচ্ছিল অনেকদিনই। কাজের কাজ হয়নি। এবার পদক্ষেপ করলেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। অনুমোদন দিলেন, যুদ্ধে শহিদ জওয়ানের নিকটাত্মীয়কে ৮ লাখ টাকা সাহায্য দেওয়া হবে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*