মহাষ্টমীর সকালে যথাযোগ্য মর্যাদায় বেলুড় মঠে আয়োজিত হয় কুমারী পূজা। রবিবার সকালে প্রথমে অষ্টমী বিহিত পূজা অনুষ্ঠিত হয়। এরপর সকাল ন’টায় শুরু হয় কুমারী পূজা। কুমারী পূজা উপলক্ষ্যে বেলুড় মঠে বহু মানুষের সমাগম ঘটে। নিশ্চিদ্র নিরাপত্তার ব্যবস্থা করা হয় হাওড়া সিটি পুলিশের তরফ থেকে।
‘সুভাগা’ রূপে পূজা করা হয় আড়িয়াদহের বছর ছয়েকের নাবালিকা আরাধ্য ভট্টাচার্যকে ৷ স্বামী বিবেকানন্দ বেলুড় মঠে দুর্গাপুজো শুরু করেছিলেন ৷ রামকৃষ্ণ মঠ ও মিশনের তরফে জানা গেছে, প্রথম বছর ৯ জন কুমারীকে একসঙ্গে পূজা করা হয়েছিল ৷ তার মধ্যে একজনকে পূজা করেছিলেন স্বামী বিবেকানন্দ ৷
Be the first to comment