ধ্যান করতে বিদেশ গেলেন রাহুল গান্ধী

Spread the love

সামনেই হরিয়ানা ও মহারাষ্ট্রে বিধানসভা নির্বাচন ৷ এরকম একটি গুরুত্বপূর্ণ সময়ে যখন ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে কংগ্রেস, তখন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী হঠাত্‍ কোথায় গেলেন? কয়েক দিন ধরেই রাহুলের কোনও খোঁজ নেই ৷ সোশ্যাল মিডিয়ায় রটেছে, রাহুল ব্যাঙ্কক চলে গিয়েছেন ৷ তা নিয়ে বিস্তর রসিকতাও হচ্ছে৷ যাবতীয় বিতর্ক রসিকতা মেটাতে আসরে নামতে হল দলকেই ৷ কংগ্রেস জানিয়েছে, ব্যাঙ্কক নয়, রাহুল গিয়েছেন কম্বোডিয়া।

গুরুত্বপূর্ণ দুটি নির্বাচনের আগে হঠাত্‍ কম্বোডিয়ায় কী করতে গেলেন রাহুল গান্ধী? কংগ্রেস জানিয়েছে, কম্বোডিয়ায় ধ্যান করতে গিয়েছেন রাহুল৷ কম্বোডিয়ায় ধ্যান শিবিরের আয়োজন হয়েছে ৷ সেখানেই ধ্যান করতে গিয়েছেন কংগ্রেস নেতা ৷ কংগ্রেস সূত্রের খবর, ধ্যান করতে ৫ দিনের সফরে কম্বোডিয়া গিয়েছেন রাহুল গান্ধী ৷

প্রসঙ্গত, দলের কর্মীদের মনোবল ফেরাতে মহারাষ্ট্র ও হরিয়ানা বিধানসভা নির্বাচনে কোমর বেঁধে নেমেছে কংগ্রেস ৷ রাহুলও ওই দুই রাজ্যে একাধিক রোড-শো ও র‌্যালি করবেন বলে জানা যায় ৷ কংগ্রেস সূত্রের খবর, মহারাষ্ট্র ও হরিয়ানায় ১০ থেকে ১৯ অক্টোবর পর্যন্ত প্রচার অভিযানে থাকবেন রাহুল গান্ধী ৷ তবে রাহুলের আধ্যাত্বিক সফর প্রথম নয় ৷ এর আগেও বৌদ্ধ সন্ন্যাসীদের সঙ্গে বেশ কয়েক দিন কাটিয়েছিলেন রাহুল৷ তখনও হঠাত্‍ করেই সব কিছু ছেড়ে বৌদ্ধ গুম্ফায় ধ্যানমগ্ন দেখা গিয়েছে ওয়াইনাডের কংগ্রেস সাংসদকে ৷

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*