বুধবার টালা ব্রিজ নিয়ে নবান্নে রিপোর্ট জমা দিল বিশেষজ্ঞ সংস্থা। মুখ্য সচিবের কাছে রিপোর্ট জমা পড়েছে বলে জানা গিয়েছে। শনিবার মুখ্যমন্ত্রী এই রিপোর্ট নিয়ে বৈঠকে করবেন। আর তারপরেই ঠিক হবে টালা ব্রিজের ভবিষ্যৎ। উল্লেখ্য, এর আগে টালা ব্রিজ নিয়ে রিপোর্ট দিয়েছিল RITES। ওই সংস্থার পক্ষ থেকে টালা ব্রিজ ভেঙে ফেলার পরামর্শ দেওয়া হয়েছিল।
তারপরেই টালা ব্রিজে বাস সহ ভারী যান চলাচল বন্ধ করে দেওয়া হয় ৷ এর জেরে উত্তর কলকাতা ও শহরতলিতে পুজোর সময় যানজট লক্ষ করা গেছে। একাধিক বাস-রুটের পরিবর্তন হওয়ায় যানজট হচ্ছে হাওড়ার সালকিয়াতেও। পুজোর ক’টা দিন টালা ব্রিজ দিয়ে বাস চালাতে মুখ্যমন্ত্রী চেষ্টা করেছিলেন ৷ কিন্তু বিশেষজ্ঞরা জানান তা সম্ভব নয় ৷ তাই পুজোর আগেই মুখ্যমন্ত্রী ঘোষণা করেন টালা ব্রিজ দিয়ে আপাতত বাস চলবে না ৷
৩ অক্টোবর ব্রিজ বিশেষজ্ঞ ভি কে রায়নার উপস্থিতিতে টালা ব্রিজের স্বাস্থ্য পরীক্ষা করে মুম্বইয়ের একটি সংস্থা। ওই সংস্থা পুজোর মধ্যেই মৌখিক রিপোর্ট নবান্নকে জানিয়েছিল বলে খবর। বুধবার তারা লিখিত রিপোর্ট জমা দিল মুখ্য সচিবের কাছে। এই রিপোর্টের ভিত্তিতে আগামী শনিবার উচ্চপর্যায়ের বৈঠক হবে নবান্নে। বৈঠকে থাকবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও প্রশাসনের আধিকারিকরা।
Be the first to comment