নারদ কাণ্ডে জিজ্ঞাসাবাদের জন্য সিবিআই-এর ডাকে ফের নিজাম প্যালেসে গেলেন ম্যাথু স্যামুয়েল। বুধবার দুপুর পৌনে বারোটা নাগাদ নিজাম প্যালেসে যান তিনি। জিজ্ঞাসাবাদের জন্য ৪ অক্টোবর ম্যাথুকে নোটিশ পাঠিয়েছিল সিবিআই।
উল্লেখ্য, বুধবার নিজাম প্যালেসে যাওয়ার আগে ম্যাথু সাংবাদিকদের বলেন, আমাকে ডাকা হয়েছে। তাই এসেছি। তদন্তে সবরকম সহযোগিতা করবো কিন্তু তদন্তের জন্য আমার ল্যাপটপ এবং আইফোনের পাসওয়ার্ড চাইতে পারে সিবিআই। আমি ইতিমধ্যেই তাদের জানিয়েছি, পাসওয়ার্ড আমার ব্যক্তিগত। আমি কোনওভাবেই পাসওয়ার্ড তাদের জানাব না।
সিবিআই সূত্রে খবর, নারদ স্টিং অপারেশনের জন্য ম্যাথু যে আইফোন ও ল্যাপটপ ব্যবহার করেছিলেন, তদন্তের স্বার্থে সেগুলোর পাসওয়ার্ড প্রয়োজন কারণ, সিবিআই মনে করছে, যে ফুটেজ প্রকাশ্যে এসেছে, সেগুলো ছাড়াও আরও কিছু ফুটেজ ম্যাথুর ল্যাপটপ বা আইফোনে রয়েছে। সেই ফুটেজ থেকে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যেতে পারে।
Be the first to comment