গত লোকসভা নির্বাচনে কার্যত ভরাডুবি হয়েছে কংগ্রেসের ৷ দলের হারের দায় মাথায় নিয়ে সভাপতির পদ ছেড়েছেন রাহুল গান্ধী। জাতীয় রাজনীতিতে কংগ্রেসের এই শোচনীয় পরিস্থিতির পর এখনও দল ঘুরে দাঁড়াতে পারেনি। এ জন্য আজ ঘুরিয়ে রাহুল গান্ধীর দিকেই আঙুল তুললেন দলের প্রবীণ নেতা সলমন খুরশিদ।
সলমন বলেন, লোকসভা নির্বাচনে দলের হারের কারণ নিয়ে পর্যালোচনার আগেই রাহুল হুট করে সভাপতির পদ থেকে সরে যান। কিন্তু এমনটা না হলেই ভালো হত। স্থায়ীভাবে নতুন কাউকে এখনও বেছে নেওয়া যায়নি ৷ আপাতত সোনিয়া গান্ধী অস্থায়ীভাবে দলের দায়িত্ব সামলাচ্ছেন ৷ রাহুলের এই হঠাৎ সরে যাওয়াটাই দলের সবচেয়ে বড় সমস্যা।
উল্লেখ্য, গত লোকসভা নির্বাচনে বিজেপি ৩০৩টি আসন জেতে। কংগ্রেস জেতে মাত্র ৫২ টি আসনে। এই ফলাফলের পরেই পদত্যাগ করেন রাহুল গান্ধী।
Be the first to comment