এসপ্ল্যানেড ও শ্যামবাজার মেট্রো স্টেশনে বসছে নতুন চলমান সিঁড়ি

Spread the love

এসপ্ল্যানেড ও শ্যামবাজার মেট্রো স্টেশনে বসানো হবে নতুন চলমান সিঁড়ি ৷ কাজ শুরু হবে আজ থেকেই। যাত্রী সুরক্ষার কথা মাথায় রেখে মেট্রো রেল কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিয়েছিল, ২০ থেকে ২৫ বছরের পুরানো যে এস্কেলেটরগুলি রয়েছে সেগুলি বদলানো হবে। তারই অঙ্গ হিসেবে বিভিন্ন স্টেশনে শুরু হয়েছে সংস্কারের কাজ। ইতিমধ্যেই বেশ কয়েকটি স্টেশনের পুরানো এস্কেলেটর বন্ধ রেখে সেই জায়গায় নতুন এস্কেলেটর বসানোর কাজ চলছে।

এবার দুই মেট্রো স্টেশনে শুক্রবার থেকে নতুন এস্কেলেটর বসানোর কাজ শুরু হবে। মেট্রো রেল কর্তৃপক্ষ জানিয়েছে, এস্কেলেটর পরিষেবা শনিবার রাত ১০ টার পর থেকে বন্ধ করে দেওয়া হবে। তাই এসপ্ল্যানেড স্টেশনের গ্র্যান্ড হোটেলের দিকের প্রবেশ ও প্রস্থানের গেটটি যতদিন না নতুন এস্কেলেটর চালু করা হচ্ছে ততদিন পর্যন্ত বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এসপ্ল্যানেড স্টেশনের পুরানো এস্কেলেটরটির জায়গায় বসবে উন্নতমানের নতুন এস্কেলেটর।

শ্যামবাজার মেট্রো স্টেশনের পুরানো এস্কেলেটরের জায়গায়ও বসানো হবে নতুন চলমান সিঁড়ি। এই স্টেশনের নতুন চলমান সিঁড়ি বসানোর কাজও শুরু হবে আজ রাত ১০ টার পর থেকে। যার কারণে টালিগঞ্জের দিকের গেট দিয়ে যাত্রীদের যাতায়াত নিয়ন্ত্রণ করা হবে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*