ভাইজ্যাগে ডাবল সেঞ্চুরি করেছিলেন ময়াঙ্ক আগরওয়াল ৷ পুণেতে শুক্রবার ডাবল সেঞ্চুরি করলেন বিরাট কোহলি ৷ কেরিয়ারের তাঁর সপ্তম ডাবল সেঞ্চুরি এল ২৯৫ বলে ৷ দ্বিশতরান করতে কোহলি মারেন ২৮টি চার ৷ টেস্টে সাত হাজার রানও সেইসঙ্গে সম্পূর্ণ করেন ভারত অধিনায়ক।
রান মেশিন বিরাট কোহলিকে থামানোর কোনও অস্ত্রই যেন খুঁজে পাচ্ছে না বিপক্ষ। তাঁর দুর্দান্ত ফর্ম অব্যাহত দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধেও। প্রথম টেস্টে রোহিত, মায়াঙ্কদের ছায়ায় ঢাকা পড়ে গেছিলেন। কিন্তু দ্বিতীয় টেস্টে ফিরে এলেন স্বমহিমায়। পুনের স্পোর্টিং উইকেটে করলেন দুরন্ত ডাবল সেঞ্চুরি। অপরাজিত থাকলেন ২৫৪ রানে ৷
চলতি বছরে এটাই ছিল কোহলির প্রথম টেস্ট সেঞ্চুরি ৷ সেটাকেই ডাবলে পরিণত করতে বিশেষ সময় নেননি বিরাট ৷ বিরাটের ডাবলের পাশাপাশি ভারতের রানও ৫০০ পেরোয়। দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিনেই তাই চালকের আসনে ভারত ৷ ব্র্যাডম্যানকেও এদিন টপকে গেলেন বিরাট ৷ ব্র্যাডম্যানের ৬৯৯৬ রানকে এদিন টপকে গেলেন তিনি ৷ জাদেজার সঙ্গে পঞ্চম উইকেটের জুটিতে সেঞ্চুরি পার্টনারশিপ গড়েন কোহলি ৷
উল্লেখ্য, ২০১৪ সালে এম এস ধোনিকে সরিয়ে অধিনায়ক করা হয়েছিল বিরাটকে। মনে করা হচ্ছিল, অধিনায়কত্বের চাপে হয়তো বিরাটের ব্যাটিং পারফরমেন্সে ভাঁটা পড়তে পারে। কিন্তু কোথায় কী? বিরাটের বিরাট ব্যাট যেন রোজই রাজ করছে। অধিনায়কত্বের মাত্র ৫ বছরে ৪০টি আন্তর্জাতিক সেঞ্চুরি হয়ে গেল তাঁর। এর মধ্যে ODI-তে ২১টি ও টেস্টে ১৯টি। অধিনায়ক হিসেবে সেঞ্চুরির তালিকায় তাঁর আগে রয়েছেন শুধু রিকি পন্টিং। তাঁর সেঞ্চুরির সংখ্যা ৪১।
আজকের ইনিংসের পর টেস্টে কোহলির শতরান হল ২৬। ইনজামাম উল হককে টপকে তিনি ছুঁলেন স্যার গ্যারি সোবার্স ও স্টিভ স্মিথকে। তালিকায় শীর্ষে রয়েছেন সচিন তেন্ডুলকর। তাঁর সেঞ্চুরির সংখ্যা ৫১। সব ধরনের ফর্ম্যাট মিলিয়ে সচিনের সেঞ্চুরি ১০০। কোহলি এখনও ৩১ ধাপ পিছনে আছেন।
Be the first to comment