দুষ্কৃতীদের গুলিতে খুন হলেন ব্যবসায়ী ৷ মৃতের নাম হরলাল দেবনাথ (৫৫) ৷ ঘটনাটি নদিয়ার রানাঘাট থানার কলাইঘাটার ৷ জানা গেছে, শুক্রবার রাতে হরলালবাবু দোকান বন্ধের পর সামনের জায়গা পরিষ্কার করছিলেন ৷ তখনই তাঁকে লক্ষ্য করে পিছন থেকে গুলি করে দুষ্কৃতীরা। ঘটনাস্থানেই লুটিয়ে পড়েন হরলালবাবু ৷ গুলির আওয়াজে ঘটনাস্থানে আসেন স্থানীয়রা ৷ পালিয়ে যায় দুষ্কৃতীরা।
এরপর স্থানীয় বাসিন্দারা প্রথমে হরলালবাবুকে নিয়ে রানাঘাট মহকুমা হাসপাতালে যান। সেখানে তাঁর অবস্থার অবনতি হওয়ায় কল্যাণী জওহরলাল নেহরু হাসপাতালে স্থানান্তরের সময় রাস্তায় তাঁর মৃত্যু হয়। ঘটনার পর থেকেই বিজেপি এবং তৃণমূল দুই দলই দাবি করে, হরলালবাবু তাদের কর্মী ছিলেন।
তৃণমূল কংগ্রেসের রানাঘাট ব্লক সভাপতি তাপস ঘোষ বলেন, হরলাল দেবনাথ তৃণমূল কংগ্রেসের কর্মী ছিলেন। প্রতিটি অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করায় বিজেপির সমাজবিরোধীরা তাঁকে গুলি করে খুন করেছে। যদিও বিজেপির উত্তর নদিয়ার সভাপতি মানবেন্দ্র দেবনাথ দাবি করেন, খুন হওয়া হরলাল দেবনাথ তাঁদেরই কর্মী। রানাঘাট থেকে তৃণমূলের মাটি সরে যাওয়ায় তারা এখন খুনের রাস্তা বেছে নিচ্ছে।
Be the first to comment