কাশ্মীরে ফের গ্রেনেড হামলা, আহত কমপক্ষে ৭

Spread the love

ফের জম্মু-কাশ্মীরে শ্রীনগরে গ্রেনেড হামলা। ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে ৭ জন। এদের মধ্যে ৩ জনের অবস্থা আশঙ্কাজনক। পুলিশের সন্দেহ জঙ্গিরাই এই গ্রেনেড হামলার পেছনে রয়েছে। উল্লেখ্য, কাশ্মীরে পুনরায় চালু হতে চলেছে পোস্টপেইড মোবাইল সার্ভিস ব্যবস্থা। দীর্ঘ প্রায় ২ মাস পর এই পরিষেবা শুরু হওয়ার মুখেই ঘটলো এই হামলা। জানা গিয়েছে, সিটি সেন্টার লাল চকের থেকে মাত্র কয়েকশ মিটার দূরে হরি সিংহ হাই স্ট্রিট মার্কেটে এই হামলার ঘটনা ঘটেছে বলে এক পুলিশ আধিকারিক জানিয়েছেন।

কাশ্মীর জোনের পুলিশের পক্ষ থেকে টুইট করে জানানো হয়েছে, পরিস্থিতি বর্তমানে আয়ত্তের মধ্যে রয়েছে। তবে সার্চ অপারেশন জারি রয়েছে বলে জানানো হয়েছে। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, এই হামলার সময় বাজারের বেশিরভাগ দোকানই বন্ধ ছিল। তবে কিছু স্টল খোলা ছিল। ফলে খুব বড় কোনও ক্ষতি হয়নি।

উল্লেখ্য, এই মাসেই সঙ্গত,অনন্তনাগে ডেপুটি পুলিশ কমিশনারের অফিসের সামনেও গ্রেনেড হামলা করা হয়েছিল। তবে সেদিনের হামলায় হতাহতের ঘটনা সামনে আসেনি।

প্রসঙ্গত, অগস্টে কাশ্মীর থেকে ৩৭০ অনুচ্ছেদ সরিয়ে নিয়েছে মোদী সরকার। তারপর থেকেই ক্রমেই কাশ্মীরের পরিস্থিতি জটিল হয়েছে বলে দাবি করেছেন অনেকে। এক রিপোর্টে দাবি করা হয়েছে, ৩৭০ বাতিলের পর থেকে, প্রায় শতাধিক নিরাপত্তারক্ষী আহত হয়েছেন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*