বলিউড মন্তব্যের ভুল ব্যাখ্যা হয়েছে, অবস্থান বদল রবিশংকরের

Spread the love

২৪ ঘণ্টা পর ভোলবদল কেন্দ্রীয় আইনমন্ত্রী রবিশংকর প্রসাদের ৷ শনিবার বলিউডের সঙ্গে দেশের আর্থিক পরিস্থিতির তুলনা টেনে যে মন্তব্য তিনি করেছিলেন, তা নিয়ে বিতর্ক তৈরি হয় ৷ এরপর রবিবার সরব হলেন তিনি ৷ টুইটারে আজ তিনি বললেন, তাঁর বক্তব্যের ভুল ব্যাখ্যা করা হয়েছে ৷ তিনি আরও বলেন বলিউডের সিনেমাগুলি সম্পর্কে তাঁর বক্তব্য “তথ্যগতভাবে সঠিক” ৷

টুইটারে তিনি লেখেন , গতকাল মুম্বইয়ে আমি যে মন্তব্যটি করেছিলাম, ৩টি সিনেমার একদিনে ১২০ কোটি টাকা কামানোর- যা কিনা সর্বাধিক ; সেটি তথ্যগতভাবে সঠিক মন্তব্য। যেহেতু আমি ভারতের সিনেমার রাজধানী মুম্বইতে ছিলাম তাই এই মন্তব্য করেছিলাম ৷ তিনি মন্তব্যের ভুল ব্যাখ্যা নিয়ে দুঃখপ্রকাশ করে বলেন, মিডিয়ার সঙ্গে আমার যাবতীয় কথোপকথনের ভিডিয়ো সোশাল মিডিয়ায় আছে ৷ আমি আমার এই কথা ফিরিয়ে নিচ্ছি ৷

প্রসঙ্গত, শনিবার মহারাষ্ট্রে বিধানসভা নির্বাচনের প্রচারে এসেছিলেন রবিশংকর প্রসাদ ৷ সেখানে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে রবিশংকর প্রসাদ বলেন, ২ অক্টোবর ৷ ছুটির দিনে তিনটি সিনেমা ১২০ কোটি টাকা আয় করল ৷ দেশের অর্থনৈতিক পরিস্থিতি যদি খারাপই হয় ৷ তাহলে এটা সম্ভব হল কী করে? তিনি আরও বলেন, বৈদ্যুতিন সরঞ্জাম উৎপাদন, তথ্য ও প্রযুক্তি, বাণিজ্য সহ একাধিক ক্ষেত্রে ভালো কাজ হচ্ছে ৷ আমরা কখনও বলিনি যে, প্রত্যেককে আমরা সরকারি চাকরি দেব ৷ বেকারত্ব ইস্যুতে কয়েকজন মানুষ সংগঠিতভাবে সরকারের বিরুদ্ধে মানুষজনকে ভুল পথে চালিত করছে ৷

সম্প্রতি, IMF সতর্কবার্তা দিয়েছিল ৷ IMF- এর নতুন ম্যানেজিং ডিরেক্টর ক্রিস্টালিনা জর্জিভার জানিয়েছিলেন, চলতি আর্থিক বছরে অর্থনীতির বৃদ্ধির হার হবে এই দশকের মধ্যে সর্বনিম্ন। পরিস্থিতি যা, তাতে বিশ্বের ৯০ শতাংশ দেশই আর্থিক মন্দার সম্মুখীন হয়েছে বা হতে চলেছে ৷ এক্ষেত্রে ভারতসহ উদীয়মান অর্থনীতির দেশগুলি আর্থিক মন্দার কারণে বেশি ক্ষতিগ্রস্ত হবে ৷

তাঁর এই মন্তব্যের পর থেকেই এটি নিয়ে কাটাছেঁড়া শুরু হয় রাজনৈতিক মহলে ৷ কংগ্রেস নেতা জয়রাম রমেশ চিনের অর্থনীতির প্রসঙ্গ টেনে তাঁর মন্তব্যের সমালোচনা করেন ৷ এরপরই প্রসাদ বললেন, তাঁর মন্তব্যের ভুল ব্যাখ্যা করা হয়েছে ৷

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*