শিলিগুড়ির ইন্টারন্যাশনাল মার্কেটে আগুন। সোমবার সকাল সাড়ে ৯টা নাগাদ শিলিগুড়ির সেবক রোডের পানিট্যাঙ্কি মোড় বহুতল ইন্টারন্যাশনাল মার্কেটে প্রথম তলায় আগুন লাগে। পুড়ে ছাই হয়ে যায় একটি প্রসাধনী সামগ্রীর দোকান। দমকলের তিনটি ইঞ্জিন ঘটনাস্থলে গিয়ে দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
জানা গিয়েছে, আংশিক ক্ষতিগ্রস্থ হয় পাশের দুটি দোকান। প্রাথমিক ভাবে অনুমান, শর্ট সার্কিট থেকেই আগুন লেগেছে। যদিও দমকলের দাবি, দোকানে প্রচুর দাহ্য পদার্থ মজুত ছিল। সেখান থেকেই আগুন লাগতে পারে।
এদিকে আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান ওয়ার্ডের কাউন্সিলর কমল আগরওয়াল। আগুন লাগার ফলে আতঙ্কিত হয়ে পড়েন অন্যান্য ব্যবসায়ীরা। পুরো মার্কেটের বিদ্যুৎ বিচ্ছিন্ন করা হয়। ঘটনার তদন্ত শুরু করেছে দমকল।
Be the first to comment