১৯-২৪ অক্টোবর বিজয়া উপলক্ষে রাজ্য জুড়ে ‘সম্প্রীতি যাত্রা’ করবে তৃণমূল কংগ্রেসঃ পার্থ চট্টোপাধ্যায়

Spread the love

বিজেপির গান্ধী সংকল্প যাত্রার পাল্টা এবার বিজয়া সম্প্রীতি যাত্রার উদ্য়োগ নিল তৃণমূল কংগ্রেস। আগামী ১৯ অক্টোবর থেকে ২৪ অক্টোবর রাজ্য জুড়ে বিজয়া উপলক্ষে সম্প্রীতি যাত্রা করবে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল। মঙ্গলবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমনটাই জানালেন তৃণমূল কংগ্রেসের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়।

পুজোর পর বিজেপি সংকল্প কর্মসূচির কথা ঘোষণা করতেই এবার পাল্টা পথে নামার ডাক দিল তৃণমূল। এই বিষয়ে পার্থ চট্টোপাধ্যায় বলেন রাজ্যের প্রতিটি ব্লকে চলবে এই বিজয়া সম্প্রীতি যাত্রা। যেখানে দলীয় নেতা-কর্মীরা সাধারন মানুষের কাছে পৌঁছবেন। এদিন পার্থবাবু আরও জানান, খুব শীঘ্রই “দিদিকে বলো” কর্মসূচীর দ্বিতীয় পর্যায়ের কাজ শুরু হবে। ডিসেম্বরের মধ্যে “দিদিকে বলো” কর্মসূচীর কাজ শেষ করা হবে। ১০ হাজার গ্রামের যে লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে, তা নির্ধারিত সময়ের মধ্যেই শেষ হয়ে যাবে।

তবে এদিন শুধু দলীয় কর্মসূচীর কথা বলেই থেমে থাকেন নি পার্থ চট্টোপাধ্যায়। এদিন জিয়াগঞ্জে শিক্ষক পরিবার খুনের ঘটনায় বিজেপিকে একহাত নেন তিনি। পার্থবাবু বলেন, জিয়াগঞ্জ নিয়ে বিজেপি প্রথমে এক কথা বলছে এবং পরে অন্য কথা বলছে। আরএসএস-এর তত্ত্ব খাড়া করতে চেয়েছিলো। কিন্তু পুলিশ আসল তথ্য প্রকাশ্যে এনেছে। এখন তাই রাজ্যে কোনও সুযোগ না পেয়ে দিল্লিতে রাষ্ট্রপতির কাছে গিয়েছে।

এছাড়া এদিন রাজ্যপাল জগদীপ ধনকড় মন্তব্য করেন দুর্গা পুজোর কার্নিভালে তাঁকে আমন্ত্রণ জানিয়ে অপমান করেছে রাজ্য সরকার। সেই প্রসঙ্গে পার্থ চট্টোপাধ্যায় বলেন, রাজ্যপালের সব কথার উত্তর দিতে হবে সেটা আমরা মনে করি না। তিনি বলছেন বলতে দিন। ওনার যেটা কাজ সেটা করলেই খুশি হতাম।

সম্প্রতি বিশ্বের আঙিনায় ভারত তথা বাঙালির মুখ উজ্জ্বল করেছেন অভিজিৎ বন্দ্যোপাধ্যায়। অর্থনীতিতে  নোবেল পুরস্কার পাওয়ায় তাঁকে অভিনন্দন জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন সেই প্রসঙ্গে পার্থ চট্টোপাধ্যায় বলেন, মানুষকে নিয়ে কাজ করেছেন অভিজিৎ বন্দ্যোপাধ্যায়। আমরা মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনা করবো কীভাবে তাঁকে সম্মান জানানো যায়।

উল্লেখ্য, মঙ্গলবার দুপুরে তৃণমূল ভবনে দলের ব্লক, টাউন, জলা সভাপতিদের নিয়ে বৈঠকে বসেন তৃণমূল নেতৃত্ব। যদিও এই বৈঠকে ছিলেন না তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। এই বৈঠকেই আগামী দিনে দলের একগুচ্ছ কর্মসূচির কথা ঘোষণা করা হয়েছে বলে খবর।

এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে কী বললেন পার্থ চট্টোপাধ্যায়?

শুনুন!

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*