আগামী ১০ দিনে আরও ৬০০ জন সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস নেতা বাংলার ২০০০ গ্রাম পরিদর্শন করবেন

Spread the love

ইতিমধ্যেই দলনেত্রীর নির্দেশ মতো সাধারণ মানুষের অবস্থা জানতে “দিদিকে বলো” জনসংযোগ কর্মসূচি শেষ করেছে তৃণমূল কংগ্রেসের নির্বাচিত জনপ্রতিনিধিরা ৷ এবার আরও ৬০০ জন সর্বভারতীয় নেতাদের ২০০০ গ্রাম পরিদর্শনের নির্দেশ দিয়েছেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কালীপুজোর আগামী ১০দিনে এই কর্মসূচি সম্পন্ন করতে হবে। বিধায়ক, মন্ত্রীদের পর এবার “দিদিকে বলো” কর্মসূচিতে অংশ নিচ্ছেন ব্লক, টাউন সভাপতি, জেলা পরিষদের নেতারা। পাশাপাশি আগামী ১৯-২৪ অক্টোবর রাজ্যজুড়ে সম্প্রীতি যাত্রা কর্মসূচি পালন করবে তৃণমূল। উল্লেখ্য, রাজ্যের ৪২টি লোকসভা কেন্দ্রে ‘গান্ধী সংকল্প যাত্রার’ সূচনা করেছে বিজেপি। এর পাল্টা হিসেবেই তৃণমূলের এহেন কর্মসূচি বলে মনে করছে রাজনৈতিক মহলের একাংশ।

দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা মতো ইতিমধ্যেই বুথ স্তরের কর্মীদের বাড়িতে রাত কাটিয়ে এলাকার মানুষের অভাব অভিযোগের কথা শুনেছেন তৃণমূল কংগ্রেসের জনপ্রতিনিধিরা। এবার আরও অতিরিক্ত দায়িত্ব বাড়ানো হলো তাঁদের। এলাকার মানুষের অভাব অভিযোগ সরেজমিনে শুনে ওই এলাকাতেই দলীয় কর্মীর বাড়িতে রাত কাটিয়ে পরদিন সকালে দলীয় পতাকা তুলে বাড়ি ফিরতে হবে।

উল্লেখ্য, মঙ্গলবার দুপুরে তৃণমূল ভবনে দলের ব্লক, টাউন, জলা সভাপতিদের নিয়ে বৈঠকে বসেন তৃণমূল নেতৃত্ব। যদিও এই বৈঠকে ছিলেন না তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। এই বৈঠকেই আগামী দিনে দলের একগুচ্ছ কর্মসূচির কথা ঘোষণা করা হয়েছে বলে খবর।

“দিদিকে বলো” প্রচার কর্মসূচী, দেখুন!

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*