নৈহাটি পৌরসভায় আস্থাভোটে জয়ী তৃণমূল

Spread the love

নৈহাটি পৌরসভার আস্থাভোটে জয়ী তৃণমূল কংগ্রেস। কলকাতা হাইকোর্টের নির্দেশে বুধবার বারাসতে জেলাশাসকের উপস্থিতিতে আস্থাভোট হয়। সংখ্যার বিচারে জয়লাভ করে তৃণমূল ৷ ফলাফল ২৪-০ ৷ বিজেপির আটজন কাউন্সিলরের মধ্যে একজন তৃণমূলের পক্ষে ভোট দিয়েছেন ৷ বাকি সাতজন কাউন্সিলর আস্থাভোটে গরহাজির ছিলেন ৷

উল্লেখ্য, গত ২৫ সেপ্টেম্বর বিচারপতি সমাপ্তি চট্টোপাধ্যায় রায় দিয়েছিলেন, ২১ দিনের মধ্যে নৈহাটি পৌরসভার আস্থাভোট করতে হবে। বারাসতে জেলাশাসকের অফিসেই করতে হবে সেই আস্থাভোট। কিন্তু পৌরপ্রধান অশোক চট্টোপাধ্যায় তড়িঘড়ি পয়লা অক্টোবর নৈহাটি পৌরভবনেই অনাস্থা ভোট হবে বলে সব কাউন্সিলরকে চিঠি পাঠান। হাইকোর্টের নির্দেশ মানা হচ্ছে না বলে বিজেপি অভিযোগ তোলে। সেদিন আস্থাভোট ভেস্তে যায়। অবশেষে বুধবার বারাসতে জেলা শাসকের অফিসে আস্থা ভোট হলো। তাতে তৃণমূল ২৪-০ ভোটে জয়ী হল।

প্রশাসক থাকায় বাকি ছিল শুধু নৈহাটি পৌরসভা। নৈহাটি পৌরসভার ৩১টি ওয়ার্ডের সব ক’টিতেই তৃণমূল কাউন্সিলর ছিলেন। লোকসভা ভোটের পর ১৮ জন কাউন্সিলর বিজেপিতে যোগদান করেন। ফলে সংখ্যাগরিষ্ঠতায় এগিয়ে যায় বিজেপি। বিজেপির ওই ১৮ কাউন্সিলর গত ৩১ মে পৌরপ্রধান অশোক চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনেন কিন্তু আস্থাভোট হওয়ার আগেই রাজ্য সরকার সেখানে প্রশাসক বসিয়ে দেয়। ফলে বিজেপি পৌরসভার দখল নিতে পারেনি। বিজেপি প্রশাসকের বিরুদ্ধে আদালতের দ্বারস্থ হয়। কিন্তু ইতিমধ্যে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করা ১৮ জন কাউন্সিলরের মধ্যে ১০ জন আবার তৃণমূলে ফিরে যান। ফলে নৈহাটি পৌরসভার তৃণমূল কাউন্সিলরের সংখ্যা ২৩-এ গিয়ে দাঁড়ায়। এই অবস্থায় এখন বিজেপি সংখ্যা মাত্র ৮।

জেলাশাসক চৈতালি চক্রবর্তী বলেন, অনাস্থা প্রস্তাবের বিপক্ষে ভোট দিয়েছেন ২৪ জন কাউন্সিলর ৷ যদিও বিজেপির তরফে অভিযোগ তোলা হয়েছে হাইকোর্টের নির্দেশমত পর্যাপ্ত নিরাপত্তা দেওয়া হয়নি। এ বিষয়ে জেলাশাসক বলেন, আমরা নিয়ম মেনে নোটিশ দিয়েছিলাম ৷ পুলিশের তরফ থেকে পর্যাপ্ত ব্যবস্থা করা হয়েছিল ৷

তৃণমূলের পক্ষ থেকে চেয়ারম্যান অশোক চট্টোপাধ্যায় জানিয়েছেন, লোকসভা ভোটের পর সন্ত্রাসের কারণে তৃণমূলের অনেক কাউন্সিলর বিজেপিতে যোগ দিয়েছিলেন। তাঁরা অনেকে আবার ফিরেও এসেছেন। আজ আস্থা ভোটে ২৪-০ শূন্য ভোটে জয়ী তৃণমূল। বিজেপির পক্ষ থেকে সন্ত্রাসের অভিযোগ উড়িয়ে দিয়ে অশোকবাবু বলেন, বিজেপি যদি বলে থাকে সন্ত্রাসের কারণে তারা আসেনি, তাহলে এর জবাব দেবেন ব্যারাকপুর কমিশনারেটের পুলিশ ৷ আমার নৈহাটি থানার IC জবাব দেবেন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*