ছুটির দিনেই পড়েছে ছটপুজো ৷ তাই রাজ্য সরকারী কর্মচারীদের জন্য সোমবারও ছটপুজোর ছুটি দিয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী ৩ নভেম্বর রবিবার ৷ ওইদিনই ছট পুজো ৷ তাই পরের দিন ৪ নভেম্বর, সোমবার, ছট পুজোর ছুটি ঘোষণা করা হল ৷ বুধবার সৌজন্যে মন্ত্রীসভার বৈঠকে এই সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।
এ বছর পুজোর আগেও ২ অক্টোবর ছিল মহত্মা গান্ধীর জন্মদিন ৷ ৪ অক্টোবর ছিল ষষ্ঠী ৷ মাঝের ৩ তারিখটা ছুটি ঘোষণা করে দেন মমতা ৷ ফলে পুজোর ছুটি শুরু হয়ে যায় ২ অক্টোবর থেকেই ৷ এছাড়া চলতি বছর দুর্গাপুজোর ষষ্ঠী ও সপ্তমী পড়েছিল যথাক্রমে শনিবার ও রবিবার ৷ সে জন্য ১০ ও ১১ অক্টোবর বাড়তি ছুটির ঘোষণা করে রাজ্য সরকার। লক্ষ্মীপুজোও রবিবার পড়েছিল ৷ সে জন্য ১৩ অক্টোবর অতিরিক্ত একটি ছুটির ঘোষণা করা হয় ৷ একইভাবে কালীপুজো রবিবার পড়ায় পরদিন অর্থাৎ ২৮ অক্টোবর একটি ছুটি মঞ্জুর করা হয় ৷ আর এবার ছটপুজোর ক্ষেত্রেও একই ঘোষণা সরকারের ৷
এদিন রাজ্য মন্ত্রিসভার বৈঠকের পর মুখ্যমন্ত্রী বলেন, এবার বেশিরভাগ ছুটির দিনগুলি রবিবার পড়েছে ৷ ছটপুজোও রবিবার পড়েছে বলে আমরা সোমবার অতিরিক্ত একটি ছুটি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি ৷
Be the first to comment