ভিডিও সৌজন্যে- (মমতা বন্দ্যপাধ্যায়ের ফেসবুক), ছবি- (এএনআই)
বুধবার বিকেলে বিকেলে বালিগঞ্জ সার্কুলার রোডে নোবেলজয়ী অর্থনীতিবিদ অভিজিৎ বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মূলত অভিনন্দন জানাতে নোবেলজয়ীর মায়ের সঙ্গে দেখা করতে যান মুখ্যমন্ত্রী। চলে ঘরোয়া বৈঠকী আড্ডা। উপস্থিত ছিলেন প্রতিবেশীরাও।
উল্লেখ্য, এদিন বিকেল চারটে পঞ্চান্ন নাগাদ মুখ্যমন্ত্রী প্রবেশ করেন অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে। অভিজিৎ বন্দ্যোপাধ্যায়ের মা নির্মলা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ছিলেন প্রতিবেশীরা। পাশাপাশি উপস্থিত ছিলেন স্বরাস্ট্র সচিব আলাপন বন্দ্যোপাধ্যায়, পুলিশ কমিশনার অনুজ শর্মা ও রাজ্যের মন্ত্রী ইন্দ্রনীল সেন। শুভ বিজয়া করে মিষ্টি মুখে আহ্বান জানানো হয়েছে মুখ্যমন্ত্রীকে। আড্ডার মেজাজকে আরও মাত্রা দেন ইন্দ্রনীল সেন। তিনি গেয়ে ওঠেন ‘প্রাণ ভরিয়ে তৃষা হরিয়ে’। আর ইন্দ্রনীলের গান শেষ হতেই সকলে হাততালি দিয়ে ওঠেন।
পরে অ্যাপার্টমেন্ট থেকে বেরোনোর সময় মুখ্যমন্ত্রী বলেন, গরিব মানুষকে নিয়ে আমরাও অনেক কাজ করেছি। স্বাস্থ্য সাথী, কন্যাশ্রী ইত্যাদি। এগুলো সব মানুষকে জানাতে হবে। এরপরেই পাশে দাঁড়ানো নির্মলা দেবীকে উদ্দেশ্য করে মমতা বলেন, মাসিমারও অনেক পরামর্শ রয়েছে। বিশেষ করে কৃষির ব্যাপারে ওনার আগ্রহ রয়েছে। আমি আলাপনকে বলেছি ওনার সঙ্গে সবিস্তারে কথা বলতে। তারপর মাসিমা ও তাঁর টিম যদি আমাদের সাহায্য করতে পারেন তা হলে ভাল কথা। মুখ্যমন্ত্রীর কথায়, অভিজিৎ আমাদের গর্ব। উনি বাংলাকে কী ভাবে সাহায্য করতে পারেন সে ব্যাপারে আমরা কথা বলব। ওনার সুবিধা মতো যদি সময় বের করতে পারেন তা হলে ভাল হয়।
তবে অভিজিতের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের যোগাযোগ অনেক আগেই থেকেই রয়েছে। শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় জানিয়েছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের আগ্রহেই অভিজিৎকে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের মেন্টর করা হয়েছিল। এদিকে নবান্নের একটি সূত্রের মতে, অভিজিৎকে বঙ্গরত্ন বা শিক্ষারত্ন পুরস্কার দেওয়া হতে পারে। সেই অনুষ্ঠানের আয়োজন করা হতে পারে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে। তবে কোনও কিছুই এখনও চূড়ান্ত নয়।
দেখুন ভিডিও!
Be the first to comment