প্রতিদিনই নিয়ম করে শিম্পাঞ্জিদের দেখভাল করতেন আলিপুর চিড়িয়াখানার অধিকর্তা আশিস কুমার সামন্ত। প্রতিদিন আদর করতেন সকলকে। আর বুধবারও তাই করতে গিয়ে ঘটে গেল বিপত্তি ৷ এক শিম্পাঞ্জি কামড় বসালো আশিসবাবুর হাতে। তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয় অধিকর্তাকে ৷ তবে SSKM হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়ে দেয় ওই আঙুল আর জোড়া লাগবে না।
উল্লেখ্য, প্রতিদিনের মতো বুধবার বিকেলেও পশু-পাখিদের পরিদর্শন করতে বেরিয়েছিলেন আশিস কুমার সামন্ত। আলিপুর চিড়িয়াখানার তরফে জানা গেছে, আক্রমণকারী শিম্পাঞ্জির নাম বাবু ৷ সে অত্যন্ত আদুরে ও জনপ্রিয়। আশিসবাবু গতকালও বাবুকে দেখতে এনক্লোজারে যান। আদর করার জন্য বাবুর মাথায় হাত দিতে যাবেন, তখনই বিপত্তি ৷ হিংস্র হয়ে ওঠে বাবু। আশিসবাবুর বাঁ-হাতের তর্জনির আঙুল কামড়ে ধরে সে।
অনেক চেষ্টা করেও বাবুর মুখের ভিতর থেকে আঙুল বের করতে পারেননি আশিসবাবু। বাবুর কামড়ে আঙুল খোয়াতে হয় তাঁকে। পরে কাটা আঙুল নিয়ে SSKM হাসপাতালে যান তিনি ৷ হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে ওই আঙুল জোড়া লাগানো আর সম্ভব নয়। পরে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয় তাঁকে।
আলিপুর চিড়িয়াখানা সহ-অধিকর্তা পিয়ালি চট্রোপাধ্যায় জানিয়েছেন, আশিস কুমার সামন্ত এখন বিশ্রামে আছেন। বন্য পশু হিংস্র হয়ে উঠতে পারে যে কোনও মুহূর্তে। গতকাল শিম্পাঞ্জিটিও হঠাৎ হিংস্র হয়ে ওঠে। আশিসবাবু এই মুহূর্তে সুস্থ রয়েছেন। কিছুদিন তিনি ছুটিতে থাকবেন।
Be the first to comment