আইএনএক্স মিডিয়া মামলায় প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রী পি চিদম্বরম, তাঁর ছেলে কার্তি চিদম্বরম এবং আরও ১২ জনের বিরুদ্ধে শুক্রবার চার্জশিট জমা দিল সিবিআই। চার্জশিটে শীর্ষ কংগ্রেস নেতার বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার করে আইএনএক্স মিডিয়াকে বিদেশি বিনিয়োগ উন্নয়ন বোর্ডের (FIPB) অনুমোদন জোগাড় করে দেওয়ার অভিযোগ আনা হয়েছে।
পি চিদম্বরমের বিরুদ্ধে প্রথম চার্জশিট জমা দিল সিবিআই। শুক্রবার দিল্লির আদালতে বিশেষ সিবিআই বিচারপতি অজয় কুমার কুহারের এজলাসে চার্জশিট জমা পড়েছে। আগামী সোমবার তার শুনানি হবে বলে নির্দেশ দিয়েছেন বিচারপতি। জানা গিয়েছে, FIPB বিভাগের অন্তত ৪ জন আধিকারিকের নাম রয়েছে চার্জশিটে। অভিযোগ, ২০০৬ সালে তৎকালীন অর্থমন্ত্রী পি চিদম্বরমের সাউথ ব্লকের দফতরে গিয়ে তাঁর সঙ্গে দেখা করেছিলেন আইএনএক্স মিডিয়া সংস্থার দুই মালিক ইন্দ্রাণী মুখোপাধ্যায় ও পিটার মুখোপাধ্যায়। তাঁদের দেওয়া বয়ান অনুযায়ী, ব্যবসায় সুবিধা পেতে তাঁদের ছেলে কার্তির কাছে পাঠিয়েছিলেন মন্ত্রী। FIPB-এর অনুমোদন জোগাড় করে দেওয়ার জন্য কার্তি তাঁদের কাছে ১০ লক্ষ ডলার দাবি করেন বলে জানিয়েছেন ইন্দ্রাণী ও পিটার মুখোপাধ্যায়।
এক সিবিআই কর্তার অভিযোগ, ২০০৭ সালের মার্চ মাসে সংস্থার ৪৬% শেয়ার বিক্রির মাধ্যমে বাজার থেকে টাকা তোলার বিষয়ে FIPB নির্ধারিত শর্তের খেলাপ করে আইএনএক্স মিডিয়া। শেয়ার মারফত বাজার থেকে অনুমোদিত ৪.৬২ কোটির বদলে তোলা হয় ৩০৫ কোটি টাকা। শুধু তাই নয়, FIPB-কে না জানিয়ে আইএনএক্স নিউজ প্রাইভেট লিমিটেড সংস্থায় ২৬% বিনিয়োগও করা হয়। এই মামলায় এর আগে কার্তি চিদম্বরমকে গ্রেফতার করা হলেও তিনি পরে জামিন পান। সিবিাই-এর হাতে গ্রেফতার হয়েছেন প্রাক্তন অর্থমন্ত্রীও। আপাতত তিনি ইডি-এর হেফাজতে তিহাড় জেলে রয়েছেন।
Be the first to comment