ব্যর্থতার দায় স্বীকার করে ক্যাপ্টেন্সি ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছিল সরফরাজ আহমেদকে। কিন্তু তা না করায় দল থেকেই ছেঁটে ফেলা হল পাক অধিনায়ককে। আসন্ন অস্ট্রেলিয়া সফরের টি-২০ ও টেস্ট, উভয় দলেরই ক্যাপ্টেন্সি খোয়ালেন সরফরাজ। পিসিবি সূত্রের খবর, তাঁর ওয়ান ডে ক্যাপ্টেন্সিও কেড়ে নেওয়া হয়েছে। শুধু তাই নয় অস্ট্রেলিয়া সফরের কোনও দলে জায়গা হয়নি চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ী সদ্য প্রাক্তন পাক অধিনায়কের। সরফরাজের পরিবর্তে পাকিস্তানের নতুন টি-২০ ক্যাপটেন নির্বাচিত হলেন বাবর আজম। টেস্টে পাক দলকে নেতৃত্ব দেবেন আজহার আলি।
সরফরাজের নেতৃত্বেই পাকিস্তান ঘরের মাঠে শ্রীলঙ্কার কাছে তিন ম্যাচের টি-২০ সিরিজে হোয়াইটওয়াশ হওয়ার পর ধৈর্য্যের বাঁধ ভাঙে পিসিবির। নবনিযুক্ত হেড কোচ তথা নির্বাচক মিসবা-উল-হক যারপরনাই বিরক্ত ছিলেন সরফরাজের মানসিকতায়। যেভাবে প্রয়োজনের সময় সরফরাজ দায়িত্বজ্ঞানহীনতার পরিচয় দিয়েছেন শ্রীলঙ্কা সিরিজে, তাতে রুষ্ট হয়েই পিসিবির চিফ এক্সিকিউটিভ ওয়াসিম খানের সঙ্গে কথা বলেন মিসবা। শেষমেশ সরফরাজকে ছেঁটে ফেলা হয় জাতীয় দল থেকেই।
এর আগে আইসিসি বিশ্বকাপের লিগ পর্ব থেকে বিদায় নেওয়ার পর সরফরাজের ক্যাপ্টেন্সি কেড়ে নেওয়ার দাবি ওঠে পাক ক্রিকেটমহলে। যদিও নিজে থেকে নেতৃত্ব ছাড়তে রাজি ছিলেন না সরফরাজ আহমেদ। পরবর্তী শ্রীলঙ্কা সিরিজে পাক নির্বাচকরা পুনরায় তাঁর উপরই আস্থা রাখেন। তবে নির্বাচকদের আস্থার মর্যাদা রাখতে না পারায় বাদ পড়তে হয় সরফরাজকে। টেস্ট ও টি-২০’র জন্য নতুন অধিনায়ক ঘোষণা করা হলেও পিসিবি আপাতত ঠিক করেনি ওয়ান ডে ক্যাপ্টেন্সি কার হাতে তুলে দেওয়া হবে। ওয়ান ডে ফর্ম্যাটে পরবর্তী সিরিজের আগে এই সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান পিসিবি চেয়ারম্যান।
Be the first to comment