রোজভ্যালি তদন্তে KKR কর্তাকে নোটিশ পাঠালো ইডি

Spread the love

রোজভ্যালি তদন্তে এবার কলকাতা নাইট রাইডার্সের (KKR) এক কর্তাকে নোটিশ পাঠানো হলো। এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ED) তরফে এই নোটিশ পাঠানো হয়েছে, এমনটাই সূত্র মারফৎ জানা গিয়েছে। ইডি সূত্রে খবর, KKR-এর চিফ একজিকিউটিভ অফিসার ভেঙ্কি মাইসোরকে ডাকা হয়েছে ৷ দফতরে ডেকে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হবে বলেই মনে করা হচ্ছে।

রোজভ্যালি মামলা নিয়ে সক্রিয় রয়েছে সিবিআই ও ইডি ৷ এর আগে রোজভ্যালি কাণ্ডে প্রয়োজনীয় নথি চেয়ে মুখ্যসচিবকে চিঠি দিয়েছে সিবিআই। অর্থ দফতরকেও এ বিষয়ে একটি চিঠি দেওয়া হয়েছিল বলে জানা গেছে ৷ সিবিআই দুটি চিঠির একটি পাঠিয়েছিলো রাজ্যের মুখ্যসচিবকে। অপর একটি চিঠি পাঠানো হয়েছে অর্থ দফতরে। অর্থ দফতরের অফিসার অন স্পেশাল ডিউটিকে এই চিঠি পাঠানো হয়েছে বলে সূত্রের খবর। ডাকা হয়েছে অর্থ দফতরের ওই কর্তাকেও।

যদিও KKR-এর তরফে এই প্রসঙ্গে কোনও বক্তব্য এখনও মেলেনি ৷ রোজভ্যালি তদন্তে এর আগে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, ঋতুপর্ণা সেনগুপ্তদেরও তলব করা হয়েছিল ৷

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*