বিজেপি প্রেসিডেন্ট এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের হেলিকপ্টারকে জরুরি অবতরণ করানো হল মহারাষ্ট্রে। নাসিকের ওজহার বিমানবন্দরে এই অবতরণ করানো হয়। মুম্বই থেকে প্রায় ১৬০ কিমি দূরে হঠাতই অবতরণের সিদ্ধান্ত নেওয়া হয়।
শনিবার থেকেই প্রবল বৃষ্টি চলছে মুম্বইতে। আসন্ন বিধানসভা নির্বাচনের আগে নির্বাচনী প্রচারের শেষ তারিখ অক্টোবর ২১। যার জন্য শেষ মুহূর্তের প্রস্তুতি তুঙ্গে। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের হেলিকপ্টারটি আহমেদনগরের জেলার আকোলে অঞ্চলের দিকে যাচ্ছিল। যা নাসিক থেকে প্রায় ৭০ কিমি দূরে। অমিত শাহ এদিন নিরবাচনী প্রচারের একটি জনসভাতে বক্তব্য রাখতেই যাচ্ছিলেন। কপ্টারের দায়িত্বে থাকা পাইলট দুপুর ২টো বেজে ২৫ মিনিটে আবহাওয়ার খারাপ অবস্থা দেখে হঠাত অবতরণের সিদ্ধান্ত নেন। টানা ৪০ মিনিট দাঁড়ানোর পর ৩টে বেজে ৮ নাগাদ কপ্টারটি ছাড়া হয়।
এর আগে অমিত শাহ মহারাষ্ট্রের নানদূরবার জেলার নবপুর জেলায় একটি র্যালীতে উপস্থিত ছিলেন। শনিবার সকাল থেকেই মহারাষ্ট্রের বিভিন্ন জায়গায় ভারি বৃষ্টি চলছে। বিপর্যস্ত হয়েছে জনজীবনও।
Be the first to comment