প্রো কবাডি লিগের নতুন চ্যাম্পিয়ন বেঙ্গল ওয়ারিয়র্স, শুভেচ্ছা জানালেন মমতা বন্দ্যোপাধ্যায়

Spread the love

প্রো-কবাডি লিগ পেল নতুন চ্যাম্পিয়ন। শনিবার আহমেদাবাদে বেঙ্গল ওয়ারিরর্স ৩৯-৩৪-এ হারাল দাবাং দিল্লিকে। এই প্রথমবার ফাইনালে পৌঁছেছিল দু’দল। শনিবার আহমেদাবাদে প্রো কবাডি লিগের ফাইনালে মুখোমুখি হয় দাবাং দিল্লি ও বেঙ্গল ওয়ারিয়র্স। টুর্নামেন্ট জুড়ে দুর্দান্ত পারফরম্যান্স দেখানো দুই দল, যথাক্রমে লিগ তালিকার এক ও দুই নম্বর স্থান দখল করে টুর্নামেন্টের নক-আউট স্টেজে প্রবেশ করে। তাই ফাইনালে দিল্লি ও বাংলার মধ্যে যে হাড্ডাহাড্ডি লড়াই হবে, তা আঁচ করেছিলেন ক্রীড়াপ্রেমীরা।

বাস্তবে হলোও তাই। ম্যাচের শুরু থেকে শেষ পর্যন্ত দুই দলের মরিয়া লড়াই দেখে মুগ্ধ হন দর্শকরা। প্রথম ঝটকায় বেঙ্গল ওয়ারিয়ার্সকে কিছুটা পিছনে ফেলে দেয় দাবাং দিল্লি। তবে চটজলদি ম্যাচে ফেরেন চ্যাম্পিয়নরা। দুর্দান্ত কিছু মুভের মাধ্যমে খেলার নিয়ন্ত্রণ নিজেদের হাতে নিয়ে নেয় জয়ী দল। শেষে সাধ্যমতো চেষ্টা করেও বেঙ্গলকে ধরতে পারেনি দিল্লি। ৩৯-৩৪ পয়েন্টে প্রো কবাডি লিগের ফাইনাল ম্যাচের ভাগ্য নির্ধারিত হয়।

দিল্লির নবীন কুমার ফাইনালে নজর কেড়েছেন। কিন্তু, আজ দিনটা তার ছিল না। নবীনের মরিয়া চেষ্টা শেষ পর্যন্ত ব্যর্থ হয়। খেলার শেষে হতাশ নবীনকে কাঁদতে দেখা যায়। সতীর্থারা এসে তাকে সান্ত্বনা দেন। তবে নবীন যদি দিল্লির মুখ হন, তা হলে বেঙ্গল ওয়ারিয়র্সের জীভা কুমার এবং মহম্মদ নবীবকশ জয়ের অন্যতম কারিগর। দিল্লির সমস্ত আক্রমণ একাই রুখে দেন জীভা। অন্যদিকে নবীবকশ ১০টা রেইড পয়েন্ট তুলে নেন বেঙ্গল ওয়ারিরর্সের হয়ে। প্রথম দিকে আট পয়েন্টে দিল্লির থেকে পিছিয়ে থাকলেও শেষ হাসি হাসলো বেঙ্গল ওয়ারিয়র্স। 

উল্লেখ্য, এদিন ফাইনালে নামতে পারেননি অধিনায়ক মনিন্দর সিংহ। কাঁধের হাড় সরে যাওয়ায় ম্যাটের বাইরে বসে ফাইনাল দেখতে হয় তাঁকে। মনিন্দর না খেলায় দলকে নেতৃত্ব দেন মহম্মদ নবীবকশ। এদিনের ম্যাচে ২২টি রেইড পয়েন্ট অর্জন করে বেঙ্গল ওয়ারিয়র্স। ১০টি ট্যাকেল, ৬টি অল আউট ও ১টি অতিরিক্ত পয়েন্ট যায় চ্যাম্পিয়ন দলের ঝুলিতে। অন্যদিকে ২৭টি রেইড পয়েন্ট দখলে রাখে দাবাং দিল্লি। ৩টি ট্যাকেল, ২টি অল আউট ও ২টি অতিরিক্ত পয়েন্ট যায় রানার্স দলের ঝুলিতে।

এদিকে বেঙ্গল ওয়ারিয়র্সের এই জয়ে খুশী হয়ে দলের সকলকে ধন্যবাদ জানান বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নিজের টুইটার অ্যাকাউন্টে তিনি লেখেন, লীগের সপ্তম সিজনে জেতার জন্য বেঙ্গল ওয়ারিয়র্সকে অনেক অভিনন্দন। বাংলা তোমাদের জন্য গর্বিত।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*