ডেঙ্গি মোকাবিলায় চলতি আর্থিক বছরে ৪৭৫ কোটি টাকা বরাদ্দ করেছে রাজ্য সরকার। অর্থ দফতর জানিয়েছে, চলতি আর্থিক বছরের নভেম্বর থেকে আগামী বছরের ডিসেম্বরের মধ্যে এই টাকা খরচ করা হবে। তবে শুধু ডেঙ্গি মোকাবিলায় এই বিপুল পরিমাণ অর্থ বরাদ্দ সর্বকালীন রেকর্ড বলে রাজ্য সরকারের তরফে দাবি করা হয়েছে ৷ এই অর্থের মধ্যে ১০০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে শুধু উত্তর ২৪ পরগনা জেলার জন্য। ওই টাকা মূলত জেলার হাসনাবাদ, বনগাঁ সংলগ্ন সীমান্তবর্তী এলাকায় ডেঙ্গু নিয়ন্ত্রণের জন্য খরচ হবে।
স্বাধীনতার পর এই প্রথম ডেঙ্গি মোকাবিলায় এক বছরে এত টাকা বরাদ্দ হল বলে জানিয়েছেন রাজ্যের এক স্বাস্থ্য কর্তা। মশা মারার জন্য বায়োলার্ভিসাইডস এবং বিভিন্ন ধরনের মশা মারার তেল কিনতে বরাদ্দের একাংশ খরচ হবে। বাকি টাকা খরচ করা হবে জনসচেতনতা বৃদ্ধির প্রচারে।
Be the first to comment