‘অসহিষ্ণুরা ঘৃণায় অন্ধ,’ বিজেপিকে কটাক্ষ করে অভিজিত্‍‌কে ট্যুইট করলেন রাহুল গান্ধী

Spread the love

নোবেলজয়ী অর্থনীতিবিদ অভিজিত্‍ বিনায়ক বন্দ্যোপাধ্যায়কে যখন টার্গেট করছেন একের পর এক বিজেপি নেতা, তখন অভিজিতের পাশে দাঁড়ালেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। ট্যুইটারে অভিজিত্‍ বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যে রাহুল গান্ধীর ট্যুইট, অসহিষ্ণুরা ঘৃণায় অন্ধ ৷ ওরা পেশাদারিত্ব বোঝে না।

রাহুল ট্যুইটারে আরও লেখেন, ওদের কিছুতেই বোঝাতে পারবেন না ৷ দেশের বহু মানুষ আপনার কাজে গর্বিত ৷ ওরা ঘৃণায় অন্ধ ৷ পেশাদারিত্ব বোঝে না ৷ আপনি দশকের পর দশক ধরে চেষ্টা করলেও, ওদের বোঝাতে পারবেন না ৷ নোবেলজয়ের জন্য অভিজিত্‍ বন্দ্যোপাধ্যায়কে অভিনন্দনও জানান রাহুল গান্ধী।

প্রসঙ্গত, ২০১৯ লোকসভা নির্বাচনের আগে কংগ্রেস নেতা রাহুল গান্ধী NYAY নামে একটি স্কিমের ঘোষণা করেছিলেন ৷ ভোটে কংগ্রেস জিতলে, ওই স্কিম চালু করা হবে বলে জানানো হয়েছিল ৷ সেই NYAY স্কিমের কনসেপ্টে তথ্য দিয়ে সাহায্য করেছিলেন অভিজিত্‍ ৷ NYAY স্কিমের সাহায্যে, দেশের গরিবতম পরিবারগুলিকে বছরে ৭২ হাজার টাকা করে সাহায্য করা হবে বলে জানিয়েছিলেন রাহুল অর্থাত্‍, মাসে মাসে ৬ হাজার টাকা। ওই টাকা পরিবারের কোনও একজন মহিলার ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি পৌঁছে যাবে বলে জানানো হয়েছিল ৷

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*