প্রয়াত ‘বর্তমান’ পত্রিকার সম্পাদক শুভা দত্ত ৷ তাঁর মৃত্যুতে গভীর শোকপ্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ সোমবার সকাল ১০টা ৪২ মিনিটে বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন শুভা দত্ত ৷ বর্তমান-এর প্রতিষ্ঠাতা বরুণ সেনগুপ্তর মৃত্যুর পর ২০০৮ সালে তাঁর বোন শুভা দত্তই সম্পাদনার দায়িত্ব নেন ৷ দীর্ঘ দিন ধরেই অসুস্থ ছিলেন শুভাদেবী ৷
২০১৮ সালের ১৯ জুন বর্তমান পত্রিকার প্রথম সম্পাদক বরুণ সেনগুপ্তর মৃত্যুর পর থেকেই পত্রিকার দায়ভার নেন বোন শুভা দত্ত। পঞ্চমীর দিন উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিসের সমস্যা নিয়ে ই.এম.বাইপাসের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন তিনি। মাঝে শারীরিক অবস্থার উন্নতি হয়েছিল। কিন্তু রবিবার থেকে তাঁর শারীরিক অবস্থার অবনতি হতে শুরু করে। সোমবার সকালে মৃত্যু হয় তাঁর। আজ তাঁর জন্মদিন ছিল। হাসপাতাল থেকে তাঁর দেহ প্রথমে বর্তমান ভবনে নিয়ে যাওয়া হবে। তারপর বাড়িতে নিয়ে যাওয়া হবে তাঁর মৃতদেহ। সেখানেই শেষকৃত্য সম্পন্ন হবে।
শুভা দত্তের মৃত্যুতে শোকপ্রকাশ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি আজ হাসপাতালেও যান। সঙ্গে ছিলেন মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায় ও ফিরহাদ হাকিম।
তথ্য ও সংস্কৃতি বিভাগ
পশ্চিমবঙ্গ সরকার
নবান্ন, ৩২৫ শরৎ চ্যাটার্জি রোড, হাওড়া ৭১১১০২
স্মারক সংখ্যা: ২৫৯/আইসিএ/এনবি
তারিখ: ২১-১০-২০১৯
মুখ্যমন্ত্রীর শোকবার্তা
‘বর্তমান’-এর সম্পাদক শুভা দত্তের প্রয়াণে আমি গভীর শোক প্রকাশ করছি। আজ কলকাতার এক বেসরকারি হাসপাতালে তিনি প্রয়াত হন। ‘বর্তমান’-এর প্রতিষ্ঠাতা বরুণদার পর শুভাদি ছিলেন। তাঁর বলিষ্ঠ নেতৃত্বে ‘বর্তমান’ আজ এই জায়গায় পৌঁছেছে। শুভাদির সঙ্গে আমার নিয়মিত যোগাযোগ হত। উনি আমাকে খুব স্নেহ করতেন। তাঁর চলে যাওয়া আমার কাছে এক অপূরণীয় ক্ষতি। আমি ‘বর্তমান’ সংবাদপত্রের অনুরাগী, পাঠক, পরিবারের সদস্য বিশেষ করে রূপাঞ্জনা, বিবেক, অভিজিৎ, মঞ্জিমাকে গভীর সমবেদনা জানাচ্ছি।
মমতা ব্যানার্জ্জী
Be the first to comment