নিশ্চিন্তে থাকুন, বাংলায় এনআরসি হবে নাঃ মমতা বন্দ্যোপাধ্যায়

Spread the love

ছবি ও ভিডিও সৌজন্যে- (মমতা বন্দ্যোপাধ্যায়ের ফেসবুক)

রবিবার কালীপুজো। সেজন্যে সোমবার ছুটি ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্য সরকারের সমস্ত দফতরে ছুটি ঘোষণা করলেন তিনি। আজ সোমবার শিলিগুড়িতে বিজয়া সম্মিলনীতে অংশ নেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানেই কালীপুজোর জন্যে এই ছুটির ঘোষণা করেন তিনি। রবিবার এবার কালীপুজো পড়ে যাওয়াতে একটা ছুটি মিস হয়ে যাচ্ছিল রাজ্য সরকারি কর্মীদের। কিন্তু মুখ্যমন্ত্রী সেটা কখনোই চান না। আর তাই পরের দিন ছুটি ঘোষণা করলেন তিনি।

অন্যদিকে ছট পুজো ৩ নভেম্বর। সেদিন রবিবার হওয়ায় ৪ নভেম্বর, সোমবার রাজ্যে ছুটি ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গত বুধবার মন্ত্রীসভার বৈঠকে এই সিদ্ধান্ত হয়েছে বলে মুখ্যমন্ত্রী নিজেই জানিয়েছেন ৷ তিনি জানিয়েছিলেন, কালীপুজো রবিবার পড়েছে। আমাদের একটা অ্যাডিশনাল হলিডে দেওয়া আছে। ভাইফোঁটার সঙ্গেও ছুটি দেওয়া আছে। কিন্তু ছট পুজো যেহেতু রবিবার পড়েছে। তাই সোমবার রাজ্যে ছুটি দেওয়া হচ্ছে। আমরা মন্ত্রীসভার বৈঠকে সিদ্ধান্ত করে নিয়েছি।

পাশাপাশি এদিনের অনুষ্ঠানে এনআরসি নিয়ে সরব হন মুখ্যমন্ত্রী ৷ তিনি বলেন, আতঙ্ক নয় নিশ্চিন্তে থাকুন ৷ বাংলা শান্তি চায় ৷ বাংলায় কোনও এনআরসি হবে না ৷ কোনও ভাগাভাগি হবে না ৷ কাউকে যেতে হবে না বাংলা থেকে ৷ ভোটাধিকার থাকা মানেই নাগরিক ৷ আমরা আপনাদের পাহারাদার ৷

মমতা আরও বলেন, সকলের বাংলায় থাকার অধিকার আছে ৷ বাংলা থেকে কাউকে যেতে হবে না ৷ বাংলা শান্তি চায় ৷ বাংলা শান্তি চায় ৷ ইতিবাচক হোন, সবাই ভাল থাকবেন ৷ তিনি জানান, বিজেপি নেতাদের হুঁশিয়ারিতে বেড়েছে বিভ্রান্তি। এনআরসি আতঙ্কে রাজ্যে ঘটেছে আত্মহত্যা। নাগরিক সংশোধনী বিলের নামে বিভাজন বরদাস্ত নয়।

মুখ্যমন্ত্রী বলেন, ওরা কাউকে বলছে হিন্দিভাষীদের তাড়াব ৷ কাউকে আবার বলছে অন্যদের তাড়াব। আসলে ভেদাভেদ তৈরি করে ওরা সকলকে আলাদা করতে চায়। স্পষ্ট করে বলতে চাই, এরাজ্যে সব ভাষার মানুষ সব ধর্মের মানুষ ঐক্যবদ্ধ হয়ে থাকুন। রাজ্যে NRC করতে দেব না। আমরাই আপনাদের পাহারাদার।

উত্তরবঙ্গে রাজবংশী ভোটের কথা মাথায় রেখে মুখ্যমন্ত্রী বলেন, অসমে যাঁদের নাম তালিকা থেকে বাদ গেছিল, তাঁদের একটা বড় অংশ রাজবংশী। কিন্তু এরাজ্যে এসব হবে না। আমরা বহু ভাষাকে স্বীকৃতি দিয়েছি। রাজ্যে সব ধর্মের মানুষ থাকে। তাদের সব অধিকার সুরক্ষিত এখানে। বিভেদের রাজনীতির চেষ্টা সফল হবে না এখানে। এই বাংলা শান্তির বাংলা। বাংলার মানুষকে ভাগ করতে দেব না।

এদিন কী বললেন মুখ্যমন্ত্রী?

শুনুন!

https://www.facebook.com/MamataBanerjeeOfficial/videos/523407955125739/?t=5
https://www.facebook.com/MamataBanerjeeOfficial/posts/2762754763791847

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*