সৌরভের আমন্ত্রণে ইডেনে টেস্ট দেখতে আসছেন শেখ হাসিনা

Spread the love

BCCI-এর মসনদে বসার আগে সোমবার ছিল সৌরভ গঙ্গোপাধ্যায়ের CAB প্রেসিডেন্ট হিসেবে শেষ মিটিং। ২৩ অক্টোবর বোর্ডের দায়িত্ব নেবেন। তার আগে বঙ্গ ক্রিকেটের মসনদে শেষদিন সৌরভ মহারাজ গঙ্গোপাধ্যায় খেললেন T-20 ক্রিকেটের ঢঙে। কেরলে ISL-এর উদ্বোধনী অনুষ্ঠানে ছিলেন। সেখান থেকেই বঙ্গ ক্রিকেটের পেন্টাগনে। সদস্যদের শুভেচ্ছা বোকে নেওয়ার পরে যুদ্ধকালীন তৎপরতায় চারটে ক্রিকেটিয় কমিটি গড়লেন। তবে সোমবারের সন্ধ্যায় CAB মিটিংয়ের ওয়ান লাইনার ছিল বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার তরফে CAB-এর আমন্ত্রণ গ্রহন এবং ২২ নভেম্বর ইডেনে উপস্থিত থাকার সবুজ সংকেত।

উল্লেখ্য, দক্ষিণ আফ্রিকার পরে ভারত সফরে আসছে বাংলাদেশ। ২২ নভেম্বর ইডেনে টেস্ট খেলবে তারা। ভারত বনাম বাংলাদেশের ক্রিকেট দ্বৈরথ দেখতে সফরকারী দেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এলে, তা অন্য মাত্রা যোগ করবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকেও আমন্ত্রণ জানানোর প্রক্রিয়া শুরু করেছে CAB। আর ওই দিনের কর্মকাণ্ডে প্রধান ভূমিকায় থাকবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। ২২ নভেম্বর টেস্ট ম্যাচের টিকিটের দাম ৫০, ১০০ ও ১৫০ টাকা।

সৌরভ বলেন, ২০০০ সালের ১ নভেম্বর বাংলাদেশ বনাম ভারতের প্রথম টেস্ট ম্যাচে যাঁরা খেলেছিলেন সেই ভারতীয় ক্রিকেটারদেরও আমন্ত্রণ জানানো হয়েছে। ১৯ বছর আগে সেই টেস্ট ম্যাচে ভারতীয় দলের অধিনায়ক ছিলেন সৌরভ। তবে এই রাজকীয় আয়োজনের পথে এখন একটাই কাঁটা, সেটা হল বাংলাদেশের ক্রিকেটারদের “ধর্মঘট”। বেতনবৃদ্ধির দাবিতে “ধর্মঘট”-এ বাংলাদেশের ক্রিকেটাররা। এব্যাপারে মহারাজ বলেছেন, পুরোটাই ওদের আভ্যন্তরীণ বিষয় ৷

ভারতীয় ক্রিকেট দলের পারফরম্যান্স নিয়ে উচ্ছ্বসিত বোর্ড সভাপতি (নির্বাচিত) সৌরভ। বিশেষ করে মহম্মদ শামির গত দেড় বছরের ধারাবাহিক পারফরম্যান্স দেখে মুগ্ধ মহারাজ। একইভাবে ভারতীয় উইকেটে লেংথ-এর রকমফের ঘটিয়ে উমেশ যাদবের উত্থান চমকে দিয়েছে প্রাক্তন ভারত অধিনায়ককে ৷ ওপেনার রোহিত শর্মারও প্রশংসা করেন তিনি।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*