সামনেই ছট পুজো। আর পুজোর জন্য দক্ষিণ কলকাতার ১১ টি পুকুরকে চিহ্নিত করা হয়েছে। তবে বাদ দেওয়া হয়েছে রবীন্দ্র সরোবরকে। সোমবার একথা জানালেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম ৷
মেয়র বলেন, কেন্দ্রীয় সরকারের নির্দেশ মেনে রবীন্দ্র সরোবরে গত বছর থেকেই ছট পুজো নিষিদ্ধ করা হয়েছে ৷ গতবছর রবীন্দ্র সরোবরে ছট পুজো করা নিয়ে বিতর্ক হয়। বিতর্ক গড়ায় আদালত পর্যন্ত ৷ এবছর আর বিতর্কে না জড়িয়ে কলকাতা পৌরনিগমের তরফে রবীন্দ্র সরোবরে পুজো না করার আগাম সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷ যে ১১ টি পুকুরকে ছট পুজোর জন্য চিহ্নিত করা হয়েছে, সেখানে পর্যাপ্ত পরিমাণে আলোর ব্যবস্থা করা হচ্ছে। এছাড়া অস্থায়ী শৌচাগার ও বিশ্রামাগার তৈরি করা হবে বলে জানিয়েছেন মেয়র।
Be the first to comment