আবারও রাজ্য-রাজ্যপাল সংঘাত। এবার প্রশাসনিক বৈঠক করার অনুমতি নিয়ে। মঙ্গলবার উত্তর ২৪ পরগনার ধামাখালিতে রাজ্যপালের প্রশাসনিক বৈঠক করার কথা। যার জন্য জেলাশাসককে জানিয়ে রাজভবনের তরফ থেকে চিঠি পাঠানো হয়। সোমবার সেই বিষয়ে রাজভবনে চিঠির প্রত্যুত্তর পাঠিয়ে জেলাশাসক জানান, রাজ্যের প্রশাসনিক আধিকারিকরা উত্তরবঙ্গে থাকায় এই বৈঠকের জন্য অনুমতি দেয়নি রাজ্য সরকার। এরপর বেজায় চটেন রাজ্যপাল। ক্ষোভ উগরে তিনি বলেন, আমার বৈঠকের কথা ১৭ তারিখ জানানো হয়েছিল জেলাশাসককে। তিনি সোমবার জানান রাজ্য সরকারের থেকে অনুমতি পাওয়ার পর বৈঠকের বিষয়ে পদক্ষেপ করা হবে ৷ এটা অসাংবিধানিক। আমি রাজ্য সরকারের অধীনে নই।
এর আগেও বেশ কয়েকবার রাজ্যপালের সঙ্গে রাজ্য সরকারের সংঘাত নজরে এসেছে। উত্তরবঙ্গে রাজ্যপালের প্রশাসনিক বৈঠকে রাজ্য সরকারের প্রতিনিধিদের আমন্ত্রণ জানানো হলেও উপস্থিত ছিলেন না কেউই। সেবার শিলিগুড়ির মেয়র অশোক ভট্টাচার্য, সাংসদ রাজু বিস্তা-সহ সকলে হাজির থাকলেও ছিলেন না পর্যটন মন্ত্রী গৌতম দেব বা অন্য কোনও সরকারি আধিকারিক।
এরপর দুর্গা পুজো শেষে রেডরোড কার্নিভালে তাঁকে চারঘণ্টা ব্ল্যাক-আউট করে রাখা হয় বলে রাজ্যকে আক্রমণ করেন রাজ্যপাল। পাল্টা জবাব দেয় তৃণমূল কংগ্রেসও ৷ আক্রমণ প্রতি আক্রমণে সরগরম হয় রাজনীতি। এবার ফের এমন ঘটনা সামনে আসায় রাজ্যের সঙ্গে রাজ্যপালের সংঘাত আরও স্পষ্ট হল বলে মনে করছে রাজনৈতিক মহল।
Be the first to comment