মুখ্যমন্ত্রী উত্তরবঙ্গে যেতেই পারেন কিন্তু তার জন্য সরকার ছুটিতে চলে যেতে পারে নাঃ রাজ্যপাল

Spread the love

ফের রাজ্যের বিরুদ্ধে তোপ দাগলেন রাজ্যপাল জগদীপ ধনকড় ৷ মঙ্গলবার উত্তর চব্বিশ পরগনার ধামাখালিতে জেলাপরিষদের প্রশাসনিক ভবনে জেলার সমস্ত জনপ্রতিনিধি ও প্রশাসনিক কর্তাদের বৈঠকে ডেকেছিলেন রাজ্যপাল। কিন্তু সেই বৈঠকই হলো না। এলেন না কেউই। এরপরই রাজ্য সরকারের বিরুদ্ধে আরও একবার ক্ষোভ উগরে দিলেন রাজ্যপাল।

জেলা প্রশাসনের এহেন ভূমিকায় উষ্মা প্রকাশ করে রাজ্যপাল ধনকড় বলেন, এই বৈঠকের কথা জানিয়ে জেলা প্রশাসনকে ১৭ অক্টোবর চিঠি দেওয়া হয়েছিল। কিন্তু ২১ অক্টোবর জেলাশাসক চিঠি দিয়ে জানিয়ে দেন, রাজ্য সরকারের অনুমতি না পাওয়া পর্যন্ত কোনও জনপ্রতিনিধিকে বৈঠকে ডাকতে পারবেন না। রাজ্যপাল আরও বলেন, ওই চিঠিতে আরও লেখা হয়েছে ২১-২৩ অক্টোবর পর্যন্ত উত্তরবঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসনিক বৈঠক রয়েছে। সমস্ত শীর্ষ আধিকারিক সেখানেই রয়েছেন। ফলে তাঁরা আসতে পারবেন না।

এরপরই তিনি প্রশ্ন তোলেন, আমি কি রাজ্য সরকারের অধস্তন? কারও সঙ্গে বৈঠক করতে গেলে রাজ্য সরকারের অনুমতি নিতে হবে? রাজ্যপাল কথা বলতে চাইলে সরকারের অনুমতি লাগবে কেন? তোপ দেগে রাজ্যপাল আরও বলেন, মুখ্যমন্ত্রী উত্তরবঙ্গে যেতেই পারেন কিন্তু তার জন্য সরকার ছুটিতে চলে যেতে পারে না।

উল্লেখ্য, ধামাখালির পর সুন্দরবনে প্রশাসনিক বৈঠক করার কথা রাজ্যপালের। ডিএম, এসপি ও সভাধিপতিকে আলোচনায় আমন্ত্রণ জানানোর কথা থাকলেও ওই একই বয়ানে কাউকে আমন্ত্রণ জানাতে নাকজ করেন জেলা শাসক। তিনি জানিয়েছেন, রাজ্যের অনুমতি ছাড়া কাউকে আমন্ত্রণ সম্ভব নয়। পাশাপাশি উচ্চপর্যায়ের আধিকারিকরা মুখ্যমন্ত্রীর শিলিগুলি সফরে ব্যস্ত থাকার কারণে উপস্থিত থাকতে পারবেন না বলেই জানানো হয়েছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*