পাঁচ দিনের উত্তরবঙ্গ সফরের দ্বিতীয় দিনই পাহাড়ে পৌঁছন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রশাসনের সূত্রে খবর, পাঁচ দিন নয়, চারদিনেই কলকাতা ফিরতে পারেন মমতা ৷ অর্থাৎ শুক্রবার নয়, বৃহস্পতিবারই কলকাতা ফিরবেন তিনি ৷
বর্তমানে কলকাতার বাড়িতে রয়েছেন নোবেলজয়ী অর্থনীতিবিদ অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায় ৷ তাঁর সঙ্গে দেখা করতেই মুখ্যমন্ত্রী একদিন আগে কলকাতা ফিরতে পারেন বলে মনে করা হচ্ছে ৷ এদিকে বুধবার দুপুর ২টো থেকে কার্সিয়াঙের টাউন হলে দার্জিলিং ও কালিম্পং জেলার প্রশাসনিক বৈঠক শুরু করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷
এদিকে, আজ সকালে গিড্ডা পাহাড়ে প্রাতঃভ্রমণে বেরিয়েছিলেন মুখ্যমন্ত্রী ৷ তারপর ডাইহিলে গিয়ে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের নির্মাণ কাজ দেখেন ৷
Be the first to comment