প্রয়াত হলেন আশা অডিওর কর্ণাধার মহুয়া লাহিড়ী। বেশ কয়েকদিন ধরে নিউমোনিয়ার গভীর সংক্রমণে আক্রান্ত হয়ে তিনি হাসপাতালে ভর্তি ছিলেন। মঙ্গবার রাতে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। নামি শিল্পীদের পাশাপাশি নব্য শিল্পীদের নিয়েও তিনি কাজ করেছেন। নতুন প্রতিভা তুলে ধরতেন সকলের সামনে।
সঙ্গীত জগতে প্রতিষ্ঠা পেতে অনেককেই সাহায্য করেছেন তিনি। তাঁর এই অকালপ্রয়াণে শোকাহত হয়েছেন বহু অভিনেত্রী ও গায়ক-গায়িকা। শোকের ছায়া নেমেছে টলিউডেও। বেশ কয়েকদিন ধরে অসুস্থ হয়ে বাইপাসের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন। কয়েকদিন আগে তাঁর রক্তের জন্য আবেদন করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলেন অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত।
উল্লেখ্য, আশা ভোঁসলে থেকে শুরু করে কবিতা কৃষ্ণমূর্তি, শান ও অন্যান্য মুম্বইয়ের নামজাদা সঙ্গীত শিল্পীদের দিয়ে তিনি বাংলা গান গাইয়েছিলেন নিজের কোম্পানির ব্যানারে। তিনি নিজে হাতে সেই কাজের দায়িত্ব তুলে নিয়েছিলেন যখন বাংলা গানের শ্রোতার সংখ্যা কমে এসেছিল। রবীন্দ্র সংগীত এবং বাংলা গানের প্রসারে তাঁর অবদান উল্লেখযোগ্য।
Be the first to comment