অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়কে আজীবন সদস্যপদ প্রদান করলো মোহনবাগান

Spread the love

নোবেলজয়ী অর্থনীতিবিদ অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়কে আজীবন সদস্যপদ প্রদান করলো মোহনবাগান অ্যাথলেটিক ক্লাব। বুধবার বালিগঞ্জে তাঁর বাসভবনে গিয়ে অভিজিৎবাবুকে এই সম্মানে ভূষিত করেন ক্লাবের কর্তারা।

এদিন মোহনবাগানের তরফে এক বিবৃতিতে জানানো হয়েছে, বুধবার বিকেল চারটেয় নোবেলজয়ী অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়ের বাসভবনে উপস্থিত হন ক্লাবের সহকারি সাধারণ সম্পাদক সৃঞ্জয় বসু ও অর্থসচিব দেবাশিস দত্ত। সেখানেই তাঁকে মোহনবাগান অ্যাথলেটিক ক্লাবের আজীবন সদস্যপদে ভূষিত করা হয়েছে। তবে অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়কে আজীবন সদস্যপদে ভূষিত করা ছাড়াও ক্লাবের তরফে তাঁর হাতে তুলে দেওয়া হয় ১৯১১ সালের ফার্স্ট ডে কভার এবং তাঁর নাম লেখা সবুজ-মেরুন জার্সি।

এছাড়া নোবেলজয়ীকে উপহার দেওয়া হয় মোহনবাগানের ইতিহাসের উপর সুবীর মুখোপাধ্যায়ের লেখা বই ‘সোনায় লেখা ইতিহাস’। উল্লেখ্য, ক্লাব কর্তাদের কাছে বিশিষ্ট অর্থনীতিবিদ আগামী জানুয়ারি মাসে দর্শকাসনে বসে মোহনবাগানের খেলা দেখার ইচ্ছা প্রকাশ করেছেন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*