বছর ঘুরলেই দিল্লিতে বিধানসভা নির্বাচন। আর তার আগেই রাজধানীতে ‘ঐতিহাসিক’ সিদ্ধান্ত নিলো নরেন্দ্র মোদী সরকার। দিল্লিতে অবৈধ কলোনির বাসিন্দাদের এবার জমির মালিকানা দেবে মোদী সরকার। বুধবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে মন্ত্রীসভার বৈঠকে এমন সিদ্ধান্তই নেওয়া হয়েছে।
এদিন কেন্দ্রীয় মন্ত্রীসভার বৈঠকের পর সাংবাদিক বৈঠকে কেন্দ্রীয় মন্ত্রী প্রকাশ জাভড়েকর বলেন, মন্ত্রীসভায় ঐতিহাসিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দিল্লিতে অবৈধ কলোনিতে বসবাসকারী ৪০ লক্ষ মানুষকে জমির মালিকানার অধিকার দেওয়া হবে। এ প্রসঙ্গে কেন্দ্রীয় আবাসন মন্ত্রী হরদীপ সিং পুরী বলেন, সংসদে শীতকালীন অধিবেশনে এ নিয়ে বিল আনবে সরকার।
এদিন কেন্দ্রীয় মন্ত্রীসভার এই সিদ্ধান্ত প্রসঙ্গে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল বলেছেন, জুলাই মাসে পাঠানো আমাদের প্রস্তাবের ভিত্তিতে কলোনির বৈধতার দেওয়ার রোড ম্যাপ তৈরি করেছে কেন্দ্রীয় মন্ত্রীসভা। আমরা চাই, এই বৈধতা দেওয়ার প্রক্রিয়া শুরু করুক কেন্দ্র। আর যেন কোনও দেরি না হয়।
Be the first to comment