অংশুমান চক্রবর্তী,
পঞ্চাশ পূর্ণ হল। লেখালেখিরও তিরিশ বছর পেরোচ্ছে। জীবন যেমন গড়িয়েছে, লেখাগুলিও তেমন ভাবে গেছে। প্রেম, বিরহ, বিচ্ছেদ, হতাশা, কর্মক্ষেত্র, প্রতিবাদ সহ জীবনের নানান বাঁক থেকে উচ্চাকাঙ্ক্ষাহীন শব্দগুলো নিজে নিজেই গ্রন্থিত হয়েছে লেখায়।’
২৩ অক্টোবর পঞ্চাশতম জন্মদিনে নিজের লেখালিখি প্রসঙ্গে এই উপলব্ধি প্রকাশ করলেন কবি প্রসূন ভৌমিক। নয়ের দশকের এই বিশিষ্ট কবির জন্মদিনে ‘এই সহস্রধারা’ পত্রিকা পশ্চিমবঙ্গ বাংলা আকাদেমি সভাঘরে এক মনোজ্ঞ অনুষ্ঠানের আয়োজন করে। উপস্থিত ছিলেন কবি জয় গোস্বামী, সংগীত শিল্পী প্রতুল মুখোপাধ্যায়, চিত্রশিল্পী শুভাপ্রসন্ন ভট্টাচার্য, কবি অমিতাভ গুপ্ত, সম্পাদক শঙ্কর রায় প্রমুখ। প্রত্যেকেই ‘বিজল্প’ সম্পাদক প্রসূনের ব্যক্তি জীবন, কবি-জীবন, সম্পাদক-প্রকাশক জীবন এবং বিভিন্ন সামাজিক আন্দোলন ও কর্মকাণ্ডে তাঁর গুরুত্বপূর্ণ ভূমিকার উপর আন্তরিক আলোকপাত করেন।
অনুষ্ঠানের শেষপর্বে নিজের বিভিন্ন কাব্যগ্রন্থ থেকে কবিতা পাঠ করেন কবি প্রসূন ভৌমিক। বৃষ্টি উপেক্ষা করে বহু কবিতাপ্রেমী এসেছিলেন ‘হিন্দু স্কুল’-এর কবির জন্মদিনের এই সন্ধ্যায়।
দেখুন ছবি-
Be the first to comment