টপ জেনারেল সহ একাধিক অফিসারকে নিয়ে কাশ্মীরে ভেঙে পড়ল আর্মি চপার। কাশ্মীরের পুঞ্চে ভেঙে পড়েছে সেই হেলিকপ্টার। যান্ত্রিক কোনও সমস্যার কারণেই ওই চপার ফোর্স ল্যান্ডিং করানো হয় বলে প্রাথমিকভাবে জানা গিয়েছে। ঘটনায় হেলিকপ্টারে থাকা অফিসাররা আহত হয়েছেন।
প্রাথমিকভাবে যান্ত্রিক সমস্যা বলে মনে করা হলেও, আসলে ঠিক কী কারণে এমন দুর্ঘটনা ঘটল, তা নিয়ে তদন্ত হবে বলে জানা গিয়েছে। এই হেলিকপ্টারে ছিলেন নর্দার্ন আর্মি কমান্ডার রনবীর সিং।
কিছুদিন আগেই ভুটানে কপ্টার ভেঙে এক ভারতীয় আর্মি অফিসার ও রয়াল ভুটান আর্মি কমান্ডারের মৃত্যু হয়। গত মাসে পূর্ব ভুটানের তাশিগাং জেলার ইয়ংফুলা ডোমেস্টিক এয়ারপোর্টের কাছেই ভেঙে পড়ে এই কপ্টার। নিয়ন্ত্রণ হারিয়ে পাহাড়ের গায়ে ধাক্কা খায় কপ্টারটি। উত্তরকাশী জেলার মোরি থেকে মেলডি যাওয়ার পথে চপারটি ভেঙে পড়ে।
Be the first to comment